1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষুব্ধ ব্রিটিশ অভিনেত্রী ক্যাথেরিন জেটা-জোন্স

৩ সেপ্টেম্বর ২০১০

স্বামীর ক্যান্সার ডাক্তাররা অনেক দেরিতে ধরতে পারায় ক্ষুব্ধ ব্রিটিশ অভিনেত্রী জেটা-জোন্স৷ হ্যাঁ বলছি হলিউড অভিনেতা মাইকেল ডগলাসের অসুস্থতার কথা৷ প্রখ্যাত এই অভিনেতার গলায় ক্যান্সার ধরা পরেছে৷

https://p.dw.com/p/P36a
স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে ক্যাথরিন জেটা-জোন্সছবি: AP

তাঁর স্ত্রী ক্যাথেরিন জেটা-জোন্স বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এত দেরিতে ক্যান্সার ধরা পরায় স্বামীর ডাক্তারদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷

চলতি সপ্তাহে ডগলাস নিজে তাঁর অসুস্থতার কথা প্রকাশ করে বলেছেন, যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেড়ে গেছে বা এ্যাডভান্সড স্টেজে চলে গেছে তাঁর গলার ক্যান্সার৷ তবে একই সঙ্গে তিনি পিপল ম্যাগাজিনকে বলেন, তিনি এই অসুস্থতা থেকে বের হয়ে আসবেন৷ একে তাঁর পরাজিত করতেই হবে৷ একটি পারিবারিক ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরই প্রথম ৬৫ বছর বয়সি এই হলিউড অভিনেতা তাঁর অসুস্থতার কথা প্রকাশ করেন৷ চলতি সপ্তাহে তিনি বলেন, তাঁর গলার ক্যান্সার চতুর্থ পর্যায়ে রয়েছে৷ তবে শতকরা ৮০ ভাগ সম্ভাবনা রয়েছে এটি ভালো হয়ে যাবার৷

তবে তাঁর স্ত্রী অভিনেত্রী জেটা-জোন্স ক্ষুব্ধ গলায় বলেছেন, তাঁর স্বামীর ক্যান্সার ভালো হবার সম্ভাবনা অনেক কমে গেছে, কারণ এটি মাত্র তিন সপ্তাহ আগে ধরা পরেছে৷ জোন্স বলেন, ‘‘আমি জানি কিছু একটা হয়েছে, আমার স্বামীও জানেন কিছু একটা হয়েছে, সবধরণের ব্যবস্থাই নেয়া হয়েছে, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি৷ ডাক্তাররা এটি আগে ধরতে পারেনি, যা আমাকে প্রচন্ড ক্ষিপ্ত করেছে৷'' ক্যাথেরিন জেটা -জোন্স, মাইকেল ডগলাসকে বিয়ে করেন ২০০০ সালে৷

প্রতিবেদনঃ ফাহমিদা সুলতানা

সম্পাদনাঃ আরাফাতুল ইসলাম