1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতাসীন মহাজোটে সমন্বয়হীনতা

৬ ফেব্রুয়ারি ২০১১

সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে মহাজোটের মধ্যে আলাপ আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন জোটের অন্যমত শরিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি৷

https://p.dw.com/p/10BWR
মহাজোটের প্রথমদিকের সমাবেশে সকলেরই উপস্থিতি থাকতোছবি: DW

তিনি ডয়চে ভেলেকে জানান, মহাজোটের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে৷ আর জোট ক্ষমতায় যাওয়ার পর গত দু'বছরে জোট নেতাদের মধ্যে সত্যিকার অর্থে কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি৷ আনিসুল ইসলাম মাহমুদ জানান, আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের মত আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে মহাজোট নেতাদের সঙ্গে আলা আলাপ আলোচনা না করেই৷ মন্ত্রী পরিষদে জোটের দলগুলোর কমবেশী অংশীদারিত্ব থাকলেও জোটের নেতাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে বসা প্রয়োজন৷ কারণ দায়দায়িত্ব শেষ পর্যন্ত মহাজোটের ওপরই বর্তাবে৷ মহাজাটের মধ্যে যে সমন্বয়হীনতা রয়েছে তা কাটিয়ে ওঠা প্রয়োজন৷

তিনি বলেন মহাজোট নেত্রী শেখ হাসিনার প্রতি জোট নেতাদের আস্থা রয়েছে৷ সরকারের সামনে এখনো তিন বছর আছে৷ এই সময়ে যদি সুচিন্তিত ও সমন্বিতভাবে মহাজোট কাজ করতে পারে তাহলে অনেক সংকটই কাটানো যাবে৷ মনে রাখতে হবে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট এখনো জোটবদ্ধ আন্দোলন শুরু না করলেও তারা তার প্রক্রিয়া শুরু করছে৷ তাই মহাজোটেরও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে৷


মহাজোটের শরিক ১৪ দল এসব বিষয় নিয়ে এরইমধ্যে জোটের সমন্বয়কারী সৈয়দা সাজেদা চৌধুরীকে চিঠি দিয়েছে৷ আনিসুল ইসলাম মাহমুদ মনে করেন, শুধু ১৪ দলকে নিয়ে বৈঠক করলেই হবে না৷ জোটের সব শরিককে নিয়ে নিয়মিত আলাপ আলোচনা চালাতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই