1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লোজের জোড়া গোল, জিতল জার্মানি

৮ সেপ্টেম্বর ২০১০

আজারবাইজানকে গোল বন্যায় ভাসালো জার্মান তরুণরা৷ একটি-দু’টি নয় ছ-ছ’টি গোল হজম করেছে আজারবাইজান৷ মিরোস্লাভ ক্লোজে করেছেন দু’গোল৷ অবশ্য একটি গোল হজম করেছে স্বাগতিকরা৷

https://p.dw.com/p/P6Xk
প্রথম গোলের পর ক্লোজেছবি: picture alliance / dpa

মঙ্গলবার কোলনে জার্মানির জয়টা প্রত্যাশিতই ছিল৷ ফুটবল দুনিয়ায় আজারবাইজানের অবস্থান এখন ১০৫৷ এমন দলের সঙ্গে হারার চিন্তাতো কেউ করেইনা, বরং ব্যবধানটা নিয়েই ভাবছিল সবাই৷ খেলা শুরুর ১১ মিনিট পর মাঠে নেমে ২৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন হাইকো ভেস্টারমান৷ পরের দুই গোল আসে প্রথমার্ধের ইনজুরি টাইমে৷ ৪৬ মিনিটের মাথায় নিজ মাঠে গোল করেন লুকাস পোডলস্কি৷ পুরো খেলাতেই তাঁর উপস্থিতি নজর কেড়েছে৷ তবে, মূল নায়ক মিরোস্লাভ ক্লোজে৷ ৪৭ মিনিটের মাথায় দুর্বল নীলদের গোলে বল জড়ান তিনি৷

৩ গোল করার পরও দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের খেলার গতি কমেনি৷ বরং একের পর এক গোলের চেষ্টা চালিয়ে যায় জার্মান দল৷ এরই মাঝে ৫৩ মিনিটের মাথায় নিজ গোলে বল জড়ান আজারবাইজানের অধিনায়ক রাশেদ সাদিগভ৷

Flash-Galerie EM-Qualifikation Fußball Deutschland Aserbaidschan
জাতীয় দলের হয়ে ৫৫টি গোল করলেন ক্লোজেছবি: picture alliance / dpa

এরপর অবশ্য একটি গোল শোধ করে আজারবাইজান৷ ভেজিট দিজাভাদভের কর্ণার কিক জার্মান গোলরক্ষকের হাতে লেগে ঢুকে যায় গোলে৷ খেলার শেষের দিকে ৮৬ মিনিটের মাথায় কর্ণার থেকে পাওয়া বলে মাথা ঠোকেন হলগার বাড্সটুবার৷ বেশ নান্দনিক ছিল তাঁর এই গোল৷

ইনজুরি টাইমে খেলার ষষ্ঠ গোলটি করেন ক্লোজে৷ কাকাও এর বাড়িয়ে দেয়া বলে বাম পা ছুঁয়ে দেন তিনি৷ এরই মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মিরোস্লাভ ক্লোজের গোলের সংখ্যা দাঁড়াল ৫৫৷ ফলে জার্মান জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার জায়গায় পৌঁছে গেলেন তিনি৷ ৬৮ গোল করে ক্লোজের ঠিক উপরে অবস্থান করছেন গের্ড মুল্যার৷

উল্লেখ্য ইউরো কাপের বাছাইপর্বে জার্মানির পরবর্তী প্রতিপক্ষ তুরস্ক৷ খেলা হবে আট অক্টোবর, বার্লিনে৷ সে ম্যাচে মিশায়েল বালাক ফিরছেন কিনা তাই এখন আলোচনার মূল বিষয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য