1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাসের চাওয়া: বিমান যেন তাড়াতাড়ি ছাড়ে!

২৫ ডিসেম্বর ২০১০

ক্রিসমাসের প্রার্থনায় অনেকে অনেক কিছুই চেয়ে থাকেন৷ সেটা হতে পারে ভালভাবে বেঁচে থাকা, ক্যারিয়ারে উন্নতি কিংবা আত্মীয় স্বজনের জন্য দোয়া৷ কিন্তু এবার কাউকে কাউকে এসবের বাইরে এসে অন্য কিছু চাইতে হলো৷

https://p.dw.com/p/zpgk
বিমানবন্দরে রাত কাটানোছবি: AP

ঘটনাটা প্যারিসের প্রধান বিমানবন্দরের৷ গতরাতে সেখানে ঘুমোতে হয়েছে শত শত যাত্রীকে৷ কারণ ঠান্ডা আবহাওয়া আর বরফের কারণে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল করতে হয়েছে৷

কিন্তু গতরাত ছিল ক্রিসমাস ইভ মানে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের আগের রাত৷ এদিন মধ্যরাতে সাধারণত প্রার্থনা অনুষ্ঠিত হয়৷ বিমানবন্দরে আয়োজিত এমনি এক প্রার্থনায় মারিয়ানি নামের এক যাত্রী দোয়া করছিলেন৷ বিধাতার কাছে তার চাওয়া ছিল, যেন আবহাওয়া ঠিক হয়ে যায়৷ তিনি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন৷

এমন মারিয়ানার সংখ্যা নিতান্ত কম ছিলনা ঐ বিমানবন্দরে৷ ক্রিসমাস ইভটা যারা পালন করতে চেয়েছিলেন আত্মীয় স্বজনের সঙ্গে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে৷

NO FLASH Frankreich Schneechaos Winter Eis Flughafen Paris-Charles de Gaulle
প্যারিস বিমানবন্দরে রাত কাটাচ্ছেন এক বুড়োবুড়িছবি: AP

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে থাকা যাত্রীদের জন্য খাবার আর বিছানার ব্যবস্থ‍া করেছিল৷ আর বাচ্চাদের জন্য ব্যবস্থা করেছিল ক্রিসমাস উপহারের৷ ফলে কিছুটা রক্ষা পায় যাত্রীরা৷

তবে যাত্রীদের এই দুর্ভোগের জন্য দায়ী বিমানবন্দর কর্তৃপক্ষই৷ কেননা বিমান বা রানওয়ে থেকে বরফ ছাড়ানোর জন্য যে তরল প্রয়োজন হয় সেটা শেষ হয়ে গিয়েছিল তাদের৷ তার মানে এই, এধরনের আবহাওয়া মোকাবিলা করার পর্যাপ্ত প্রস্তুতি ছিলনা কর্তৃপক্ষের৷

যাই হোক, শেষ পর্যন্ত জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে ঐ তরল সরবরাহ করা হলে পরিস্থিতির উন্নতি হয়৷ ফলে শনিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর পাওয়া গেছে৷

প্যারিস ছাড়াও ব্রাসেলস বিমানবন্দরেও অনেক যাত্রীকে রাত কাটাতে হয়েছে বলে জানা গেছে৷

উল্লেখ্য, খারাপ আবহাওয়ার কারণে গত বেশ কিছুদিন ধরেই যাত্রীদের বেশ কষ্ট পেতে হয়েছে৷ বিমান, রেল, সড়ক - সব মাধ্যমেই চলাচল কঠিন হয়ে পড়েছিল৷ একারণে এবার ক্রিসমাস পালন অনেকের জন্য বেশ দুর্ভোগ বয়ে এনেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা