1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ

৯ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মঞ্জুর আহমেদ৷ আশির দশকে বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ছিলেন তিনি৷ মাঝখানে অবশ্য বেশ খানিকটা সময় তিনি কাটিয়েছেন ব্রুনাইতে৷

https://p.dw.com/p/P7OF
ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে চান মঞ্জুর (ফাইল ফটো)ছবি: AP

বিসিবিতে যোগ দেয়ার আগে কয়েক বছর ব্রুনাই দারুসসালাম ক্রিকেট এসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন মঞ্জুর আহমেদ৷ দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ক্রিকেট জনপ্রিয় করতে সফলতার সঙ্গে কাজ করেন তিনি৷ মঞ্জুর এর কথায়, ব্রুনাইতে একসময় শুধু বিদেশিরা, বিশেষ করে ইংলিশরা ক্রিকেট খেলতো৷ কিন্তু বর্তমানে স্থানীয়দের মধ্যেও ক্রিকেট খেলার চল শুরু হয়েছে৷

৫৪ বছর বয়সী মঞ্জুর এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও নির্বাহী সদস্য৷ বিসিবি'র নতুন দায়িত্ব সম্পর্কে বুধবার ঢাকায় মঞ্জুর বলেন, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের সময়৷ একজন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটের প্রতি আগ্রহী হিসেবে আমি সবসময় বাংলাদেশের জন্য কিছু একটা করতে চেয়েছি৷ এখন তাই নতুন এক চ্যালেঞ্জ অনুভব করছি৷

গত আড়াই বছর বিসিবির প্রধান নির্বাহীর পদটি খালি ছিল৷ বুধবার আনুষ্ঠানিকভাবে সেই পদে কাজ শুরু করেন মঞ্জুর আহমেদ৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে চান তিনি৷ একইসঙ্গে ক্রিকেট বোর্ডে সুপ্রশাসন গড়ারও ইচ্ছা ব্যক্ত করেছেন সাবেক এই ক্রিকেটার৷

উল্লেখ্য, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ৷ স্বভাবতই এমন এক সময়ে ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত মঞ্জুর৷ জানালেন, এবারকার দায়িত্ব অনেক বড় হলেও ব্রুনাইয়ের অভিজ্ঞতা এখানেও কাজে লাগাবেন তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার