1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটে ক্রমেই পিছিয়ে পড়ছে কেনিয়া

২৬ জানুয়ারি ২০১১

এই নিয়ে টানা পাঁচবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে কেনিয়া৷ কিন্তু গত দেড় দশকে দেশটির ক্রিকেট তেমন এগিয়েছে বলে মনে হয় না৷ এবারও তারা তেমন কিছু করে দেখাতে পারবে কিনা সন্দেহ রয়েছে৷

https://p.dw.com/p/104yw
ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও আগ্রহী কেনীয়রা (ফাইল ফটো)ছবি: DW

দলের দায়িত্ব এবার জিমি কামারান্ডের হাতে৷ তবে দলে রয়েছেন অনেকদিনের নির্ভরযোগ্য ব্যটসম্যান স্টিভ টিকোলো৷ আরও আছেন অভিজ্ঞ থমাস ওদোয়ো৷ দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছিলো কেনিয়া৷ সকলের হিসাব উল্টে দিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌছে গিয়েছিল তারা৷ এরপর থেকেই যেন কেনিয়ার ক্রিকেটের পতন শুরু হয়৷ ২০০৩ সালের বিশ্বকাপের সাফল্য পরবর্তীতে আর ধরে রাখতে পারেনি কেনিয়া৷ গত বিশ্বকাপে তারা একটি মাত্র ম্যাচে জিতেছে৷ তার চেয়েও বড় কথা দেশটিতে ক্রিকেট এখনও তেমন জনপ্রিয় নয়, এবং দলে তেমন কোন নতুন ভালো মানের ক্রিকেটার আসছে না৷ ফলে অন্যান্য দেশের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে কেনিয়া৷

তবে বিশ্বকাপে বেশ কয়েকবার অঘটন ঘটিয়েছে দেশটি৷ তাই এবারও হয়তো সেই চেষ্টা করবে তারা৷

স্কোয়াড: জিমি কামান্ডে (অধি.), তন্ময় মিশ্র, জেম্স গোচে, শেম গোচে, অ্যালেক্স ওবান্ডা, কলিন্স ওবুইয়া, ডেভিড ওবুইয়া, নেহেমিয়া ওধিয়াম্বো, থমাস ওদোয়ো, পিটার অনগন্ডো, এলিজা ওটিয়েনো, মরিস ওউমা (অধি.), রাকেপ প্যাটেল, স্টিভ টিকোলো, সেরেন ওয়াটার্স৷

কোচ: এলডিন ব্যাপটিস্টে, সাফল্য: সেমিফাইনাল ২০০৩৷ ওডিআই অবস্থান: ১৩