1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটের ছোট বিশ্বকাপে দক্ষিণ এশিয়াই একছত্র

২৭ এপ্রিল ২০১০

আইপিএল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ক্রিকেটের ছোট সংস্করণের বিশ্বকাপ৷ আগামী ৩০ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসর৷ খেলবে ১২টি দেশ, যার মধ্যে নতুন সংযোজন আফগানিস্তান৷

https://p.dw.com/p/N7GD
ফাইল ফটোছবি: AP

এবারের টোয়েন্টিটোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের প্রত্যাশা ভালো খেলার৷ কারণ প্রতিপক্ষ বেশ শক্তিশালী৷ শুরুতেই, মানে প্রাথমিক পর্বে বাংলাদেশকে মোকাবিলা করতে হবে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে৷ আর তাই দলের অধিনায়ক সাকিব আল-হাসানের বক্তব্য, আমি খুব একটা আশাবাদী নই৷ দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে চাইলে আমাদেরকে খুব ভালো খেলা দেখাতে হবে৷

অধিনায়কের এমন মন্তব্যের পর বাংলাদেশ দল নিয়ে খুব বড় আশা করা ঠিক হবে বলে মনে হচ্ছে না৷ তবে, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ক্রিকেট পাগল৷ তাই জাতীয় দল নিয়ে তাদের প্রত্যাশা অনেক বেশি৷

অন্যদিকে, ভারত এবার নির্ভর করছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপর৷ দলটির মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ খেলতে পারবেন না কাঁধের ইনজুরির জন্য৷ তাই, দেদারসে বল পেটানোর দায়িত্ব এবার একটু বেশিই নিতে হবে ধোনিকে৷ অবশ্য, ধোনির জন্য এটি কোন বড় পরীক্ষা নয়৷ কারণ, ইতিমধ্যেই তাঁর কল্যাণে খারাপ অবস্থার মধ্য থেকেও অনেকবার জয় ছিনিয়ে নিয়েছে ভারত৷ তার উপর সদ্য আইপিএল জয়ী এই ক্রিকেটার সত্যিই খুব ফর্মে আছেন৷

দক্ষিণ এশিয়ার আরো একটি দেশ, আফগানিস্তানও যোগ দিলো ক্রিকেটের বড় আসরে৷ যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রীড়াঙ্গনের জন্য এটি একটি বড় সাফল্য৷ তাই জয়-পরাজয় নিয়ে কোন আশা নয়, বরং ১ মে ভারতের বিপক্ষে প্রথম খেলাটির দিকেই নজর আফগানদের৷

প্রসঙ্গত, ক্রিকেটের ছোট আসর টোয়েন্টি টোয়েন্টির বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে৷ সেবার দক্ষিণ আফ্রিকায় জিতেছিল ভারত৷ প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান৷ ২০০৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান৷ ফলে, এবারের চ্যাম্পিয়নও দক্ষিণ এশিয়ারই কোন দেশ হতে চলেছে কী ? এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন হয়তো৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়