1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটারদের জন্যে ফেসবুক-টুইটার নিষিদ্ধ করেছে পাকিস্তান

১৮ ডিসেম্বর ২০১০

পাকিস্তান তার দেশের ক্রিকেটারদের জন্যে সামাজিক নেটওয়ার্কিং যোগাযোগ ফেসবুক এবং টুইটার নিষিদ্ধ করেছে৷ একের পর এক কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত দেশের ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়ার এটি সর্বশেষ প্রচেষ্টা৷

https://p.dw.com/p/Qf6C
ক্রিকেটার, ফেসবুক, টুইটার, নিষিদ্ধ পাকিস্তান, টিম, ম্যানেজার, ইনতিখাব, আলম, Pakistan, cricket, team, coach, Intikhab, Alam, International, in cricket, team, play, tests, one-day Twenty20, game,
টিম ম্যানেজার ইনতিখাব আলমছবি: AP

টিম ম্যানেজার ইনতিখাব আলম বলেছেন, উইকেট রক্ষক জুলকারনাইন হায়দার ফেসবুকে তাঁর অবসর নেওয়ার কথা ঘোষণা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ হায়দার গত মাসে দুবাই থেকে হঠাৎ করে লন্ডনে চলে যান এবং ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়ার কথা ঘোষণা করেন৷

জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যাবহার করে শুধু অবসর নেওয়া নয়, তাঁর দাবি অনুয়ায়ী পাতানো খেলার ব্যাপারে তাঁর ওপরে চাপ দেওয়া এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া থেকে শুরু করে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা এর সবই তিনি সবাইকে জানিয়ে দেন৷

টিম ম্যানেজার বলেন, ফেসবুক এবং টুইটারের মতো ওয়েবসাইটে কোন খেলোয়াড়েরই ক্রিকেট নিয়ে আলোচনার অনুমতি নেই৷ তিনি বলেন, সবাইকে এই নির্দেশ মানতে হবে৷ ফেসবুক এবং টুইটারে খেলোয়াড়দের অ্যাকাউন্টের মালিকানা নিষিদ্ধ করা হয়েছে৷ আলম বলেন, ‘‘ফেসবুক এবং টুইটারে ভুয়া অ্যাকাউন্ট তৈরি কীভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারেও আমরা আইন উপদেষ্টাদের উপদেশ নিয়েছি৷ নিষেধ অমান্য করা হলে, আমরা তাদেরকে আদালতে পর্যন্ত নিয়ে যেতে পারবো৷৷''

এই নির্দেশের পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, ‘‘এটা আমাদেরকে পীড়া দেবে, কেননা আমরা যখন ট্যুরে থাকি সেই সময়ে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারি৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান