1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাম্বোডিয়ার উৎসব ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বাড়ছে

২৩ নভেম্বর ২০১০

ক্যাম্বোডিয়ায় জল উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে৷ এ পর্যন্ত পাওয়া হিসাবে নিহতের সংখ্যা কমপক্ষে ৩৭৮ জন৷ এ সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা৷ গত ৩১ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা৷

https://p.dw.com/p/QFsP
ক্যাম্বোডিয়া, উৎসব, ট্র্যাজেডি, cambodia, tragedy, festival, strampede
ক্যাম্বোডিয়ার উৎসব ট্র্যাজেডিছবি: AP

ক্যাম্বোডিয়া জুড়ে এখন শোকের মাতম৷ রাজধানী নম পেন'এর একটি দ্বীপে তিন দিনের পানি উৎসব শুরু হয় গতকাল সোমবার৷ প্রতি বছরের মতো এবারও এ উৎসবের অংশ হিসেবে টেঙ্গল সেপ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে একটি সেতু ও এর পাশের রাস্তাগুলোতে জড়ো হন হাজার হাজার মানুষ৷ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, ভিড়ের চাপে প্রথমে বেশ কয়েকজন মানুষের জ্ঞান হারিয়ে ফেলার ঘটনায় সৃষ্টি হয় আতঙ্কের৷ এরপরই আতঙ্কিত লোকজনের হুড়োহুড়ি শুরু হয়৷ অনেকে লাফিয়ে পড়েন নদীতে৷ দিগবিদিক ছুটে চলা মানুষের পায়ের নীচে চাপা পড়েই মারা যান বেশিরভাগ হতভাগ্য৷ এদের মধ্যে অনেক নারী রয়েছেন বলে খবর৷ এই ঘটনায় শত শত মানুষ আহত৷ অনেককে এখনো খুঁজে পাওযা যাচ্ছে না৷

আহতদের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে৷ ঘটনাস্থলে এখনো অ্যাম্বুলেন্স এবং উদ্ধার কর্মীদের দেখা যাচ্ছে৷ টেঙ্গল সেপ নদীতে ডুবুরি নামানো হয়েছে৷ উজানে তল্লাশি জাহাজ লাশের সন্ধানে ভেসে বেড়াচ্ছে৷

ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন৷ তিনি এই ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন৷ রাষ্ট্রীয় টেলিভিশন থেকে বলা হয়েছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৪০৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক