1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাম্পাসে অশ্লীল মন্তব্যের প্রতিবাদ, যুবক আটক

১৯ এপ্রিল ২০১০

ভোলায় প্রার্থীদের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশসহ ভিডিও ক্যামেরার ব্যবস্থা, অন্যদিকে চট্টগ্রামে বন্দীদের হামলায় কারারক্ষী নিহত৷ বলছি বাংলাদেশের সংবাদপত্রগুলোর কথা৷ আরো যে খবর আলোচনায় সেটি এক তরুণীকে উত্ত্যক্ত করা নিয়ে৷

https://p.dw.com/p/Mznc
ফাইল ফটোছবি: AP

মূলত সংবাদপত্রগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী নেত্রী খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য গুরুত্বসহকারে প্রকাশ করেছে৷ তবে, এসবের বাইরে কিছুটা ভিন্ন শিরোনাম দৈনিক প্রথম আলো-র৷ আর সেটি হচ্ছে, প্রার্থীর পাহারায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ভিডিও ক্যামেরা৷ এই মুহূর্তে ভোলা-৩ আসনের উপনির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে৷ নির্বাচন কমিশন রবিবার জানিয়েছে, এই নির্বাচনে প্রধান দুই প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকের জন্য একজন ম্যাজিষ্ট্রেট, পাঁচজন পুলিশ এবং একটি ভিডিও ক্যামেরাসহ একজন চিত্রগ্রাহক নিয়োগ দেয়া হয়েছে৷ বলাবাহুল্য, বাংলাদেশে এধরনের উদ্যোগ একেবারেই নতুন৷ এবার দেখা যাক, তা কতটা কাজে আসে৷

কারারক্ষী নিহত

এছাড়া দৈনিক সমকালের শিরোনাম, চট্টগ্রামে বন্দিদের হামলায় প্রধান কারারক্ষী নিহত৷ চট্টগ্রাম কারাগারের অভ্যন্তরে ঘটেছে এই ঘটনা৷ এক কারারক্ষীকে মারধর করে কয়েদীরা, এরপর ঘটনাস্থলে যান প্রধান কারারক্ষী নূরুল ইসলাম ভূঁইয়া৷ কিন্তু কয়েদীদের মারধোরে নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রধান কারারক্ষী মারা গেছেন, যেটা নিয়ে বির্তক রয়েছে৷

কালবৈশাখী

দিনকয়েক আগে রংপুরে কালবৈশাখী ঝড়ে প্রাণ হারায় চারজন৷ শনিবার রাতেও সেখানে কালবৈশাখী আঘাত হানে৷ তবে, এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷ জানিয়েছে দৈনিক যুগান্তর৷

তরুণীদের উত্ত্যক্ত, আটক এক

সংবাদসংস্থা বিডিনিউজটোয়েন্টিফোর ডট কম জানাচ্ছে, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক৷ জানা যায়, রাতে সাড়ে ন'টার দিকে রোকেয়া হলের সামনে ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করছিল তিন যুবক৷ এসময় এক তরুণী প্রতিবাদ করলে সাধারণ শিক্ষার্থীরা উত্ত্যেক্তকারী এক যুবককে ধরে ফেলে৷ বাকি দু'জন অবশ্য পালিয়ে যায়৷

দৈনিক কালের কন্ঠ দিয়েছে আরেক খবর৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে- এমন খবরের পর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ তবে আসলেই কোন তরুণী ধর্ষণের শিকার হয়েছে কিংবা মারা গেছে কিনা তা পুরোপুর নিশ্চিত নয় বলেও জানিয়েছে কালের কন্ঠ৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী