1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাট, বেবো চাইছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড

১৬ এপ্রিল ২০১০

প্রিয়াঙ্কা চোপড়া এখন হাসছেন বিজয়ের হাসি৷ কারণ, তাঁর দুই প্রতিদ্বন্দীকে পিছনে ফেলে তিনি জয় করে নিলেন ভারত সরকারের অভিনয়ের জন্য দেয়া সবচেয়ে বড় সম্মান৷

https://p.dw.com/p/My3i
প্রিয়াঙ্কা চোপড়াছবি: AP

প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের আগে জানান, আমি খুব খুশি যে আমি এই বয়সেই জাতীয় পুরস্কার জয় করেছি৷ মেয়েদের মধ্যে সবচেয়ে কম বয়সে যারা এই সম্মান পেয়েছে আমি তাদেরই একজন৷ আর এতে আমি সত্যিই রোমাঞ্চ অনুভব করছি৷৷

এদিকে, কারিনা আবার ধার করেছেন প্রিয়াঙ্কার পরিচালক মাধুর ভাণ্ডারকারকে৷ আর এর পেছনে বেবোর উদ্দেশ্য একটাই, আগামী ন্যাশনাল অ্যাওয়ার্ড তাঁর পাওয়া চাইই চাই৷ ২০১১ সালে মুক্তি পাবে মাধুর পরিচালিত এই ছবি৷ আশা করছেন ঐ ছবিতেই তিনি জাতীয় পুরস্কার পেয়ে যাবেন৷

আর অন্যদিকে, ক্যাটরিনা আশা করছেন, ‘রাজনীতি' ছবিই তাঁকে পুরস্কার এনে দেবে৷ যদিও তিনি এই ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন৷ বলছেন, এই ছবিতে তাঁর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, তবে তা বেশি সময়ের নয় ইত্যাদি ইত্যাদি৷ আর তিনি মনে করছেন, এই ছবি মুক্তি পাওয়ার পর অভিনয় জগতে আরও বেশি গুরুত্ব দিয়ে তাঁর মূল্যায়ন করা হবে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক