1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলকাতায় দুই জঙ্গির ফাঁসির আদেশ বহাল থাকল হাইকোর্টে

৬ ফেব্রুয়ারি ২০১০

অ্যামেরিকান সেন্টারের সামনে জঙ্গি হামলার দুই প্রধান অভিযুক্তের ফাঁসির আদেশ বহাল রাখলেন কোলকাতা হাইকোর্ট৷ এই মামলার অন্য পাঁচ আসামীর প্রাণদন্ড রদ হয়ে গেছে৷

https://p.dw.com/p/LuJB
কোলকাতার অ্যামেরিকান সেন্টারে জঙ্গি হামলার শিকার হয়েছিলেন পুলিশকর্মীরাইছবি: AP

কোলকাতা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গি অঞ্চলের জওহরলাল নেহরু রোডে অ্যামেরিকান সেন্টারের সামনে ২০০২ সালে জঙ্গি হামলা চালায় মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতি৷ সে সময় অ্যামেরিকান সেন্টারের সামনে প্রহরারত পুলিশকর্মীদের ডিউটি বদল চলছিল৷ সকালবেলায় ঠিক সেই সময়েই মোটরবাইক আরোহী দুই যুবক এসে ডিউটি বদলরত পুলিশকর্মীদের ওপর একে ৪৭ রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালালে ছয় পুলিশকর্মী ঘটনাস্থলেই নিহত হন৷ আহত হন আরও ১৪ জন৷

এই ঘটনার কয়েকদিন পর, ২৬ জানুয়ারি হাজারিবাগ এলাকায় দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে সালিম এবং জাহিদ নামের দুই জঙ্গি গুরুতর আহত হয়৷ মৃত্যুর আগে জবানবন্দীতে তারা জানায় আফতাব আনসারি আর তার সঙ্গী জামালুদ্দিন নাসিরের অ্যামেরিকান সেন্টারের ওপর হামলায় জড়িত থাকার কথা৷

আফতাবকে কুখ্যাত মাফিয়া হিসেবে আগেই জানত পুলিশ৷ দুবাই থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয় ২০০২ সালের নয়ই ফেব্রুয়ারি৷ আফতাবের বিরুদ্ধে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আসিফ রেজা কমান্ডো ফোর্সের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে৷ বাংলাদেশভিত্তিক নিষিদ্ধ সংগঠন হরকত উল জিহাদ ইসলামি জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও সম্পর্কিত ছিল আফতাব৷

আফতাব সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আনা মামলায় নিম্ন আদালতে প্রাণদন্ডের রায় হওয়ার পর হওয়ায় হাইকোর্টে আপিল করে অভিযুক্তরা৷ শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ে প্রধান দুই অভিযুক্ত আফতাব এবং জামালুদ্দিনের প্রাণদন্ড বহাল রাখা হয়েছে৷ বিচারপতি অসীম ব্যানার্জি এবং কালিদাস মুখার্জির দেওয়া রায়ে সেশনস কোর্টে প্রাণদন্ড পাওয়া অপর তিন আসামীকে সাত বছর করে কারাবাসের সাজা দেওয়া হয়েছে৷ এই মামলায় জড়িত আরও দুই আসামী বেকসুর খালাস পেয়ে গেছে৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম