কেরি-উইলিয়াম-এর বিয়ে | পাঠক ভাবনা | DW | 29.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কেরি-উইলিয়াম-এর বিয়ে

আমি ডয়চে ভেলেকে ভালোবেসে নিয়মিত চিঠি লিখি এবং এসএমএস পাঠাই৷ কিন্তু দুঃখের বিষয় আমার প্রিয়তমা ডয়চে ভেলে কোন সাড়াই দিচ্ছে না৷

আমি ডয়চে ভেলেকে ভালোবেসে নিয়মিত চিঠি লিখি এবং এসএমএস পাঠাই৷ কিন্তু দুঃখের বিষয় আমার প্রিয়তমা ডয়চে ভেলে কোন সাড়াই দিচ্ছে না৷ আমি নিউজ লেটারের গ্রাহক হতে চাই, কত টাকা কোন ঠিকানায় পাঠাবো জানাবেন আশা করি৷ শেষ কথা বলছি, ভালোবাসো আর নাইবা বাসো আমি তোমায় ভালোবেসে যাব৷ বিনোদন ও সংস্কৃতি শিরোনামে ক্লিক করে জানতে পারলাম কেরি-উইলিয়াম এর বিয়ের মাত্র এক মাস বাকি আছে৷ যা আমার কাছে খুবই ভালো লেগেছে৷ মোঃ রাসেল শিকদার৷ শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

ডয়চে ভেলের ওয়েবসাইট দেখে যাচ্ছি৷ কয়েকদিন যাবত ঢাকার বাইরে থাকায় রেডিও অনুষ্ঠান শুনতে না পারায় ওয়েবসাইট দেখছি৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

২৮ তারিখের বিজ্ঞান প্রযুক্তিতে ‘জাপান কি আরেকটি চেরনোবিল?’ শিরোনামে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়লাম এবং আমি নিজেই আতঙ্কিত হয়ে যাচ্ছি এই ভেবে যে, জাপানে বিভিন্ন খাবারে এবং পানিতে তেজস্ক্রিয়তার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং এই তেজস্ক্রিয়তার ফলাফল চিন্তা করতে আমি হিমশিম খাচ্ছি৷ আমার ধারণা জাপানের সমস্ত লোককে কি পরীক্ষা করা সম্ভব হবে? জাপানি চিকিৎসক কেইডো ইয়ামাডা ভাষ্য ‘‘আমি যে বিষয়টি নিয়ে সবচেয়ে চিন্তিত, তা হল যে বা যাদের দেহে তেজস্ক্রিয়তা পাওয়া যাবে তারা ভীষণভাবে বৈষম্যের শিকার হবে৷’’ ১৯৮৬ সালের চেরনোবিলের পরিসংখ্যান বলে, সেখানে তেজস্ক্রিয়তার ফলে রায় ১০ লক্ষ মানুষ মারা গেছে৷ তাহলে জাপানে কতজন মারা গেছে তার সঠিক হিসাব মনে হয় কারো জানা নেই৷ আর এই তেজস্ক্রিয়তার ফলাফল চিন্তা করে আমি শিহরিত হয়ে উঠি – যে কোন ধরণের ক্যান্সার,প্রজন্মের পর প্রজন্মও ক্ষতিগ্রস্ত হতে পারে, বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে, পশু-পাখিরও ক্ষতি হতে পারে, ক্যান্সারে আক্রান্ত হতে পারে গৃহপালিত পশু এমনকি বন্য পশুও৷ পানিতে ছড়িয়ে পড়লে রক্ষা পাবে না মৎসকূল৷ গাছ-গাছালি পুরোপুরি নষ্ট হয়ে যাবে৷ ফলফুল আর ফলবে না৷ এমন বিপর্যয় যেন পৃথিবীর আর কোন দেশে না হয়৷ জাপানের এই মহাবিপদের সময় সারা পৃথিবী বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে জাপানের দিকে, খুব দ্রুত জাপান আবার উঠে দাঁড়াবে এই কামনা করি৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

বাংলাদেশের মহান স্বাধীনতার ৪০তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ২৬শে মার্চ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আলোচনা সভা, ক্রিকেট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ছিলাম৷ মহান স্বাধীনতা দিবসের ওপর বক্তারা আলোচনা করেন৷ আলোচনা শেষে ক্রিকেট বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং বিকেল সাড়ে পাঁচটা হতে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লাবের ছেলে-মেয়েরা দেশাত্মবোধক, গণসঙ্গীত, রণসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং পল্লীগীতি গেয়ে শোনান৷ সেই সঙ্গে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মাইকে ডয়চে ভেলে এফএম ব্যান্ডের বাংলা অনুষ্ঠান ও ওয়েবসাইট ভিজিট করার ঘোষণা প্রচার করা হয়৷ যাতে স্থানীয় এলাকার জনগণ ডয়চে ভেলে সম্পর্কে জেনে এফএম ব্যান্ডে অনুষ্ঠান শুনতে পারেন আর ওয়েবসাইট ভিজিট করে ইউরোপ তথা গোটা বিশ্ব সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারেন – এটাই আমাদের প্রয়াস৷ ধন্যবাদান্তে – মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া৷

আপনাদের দুই বেলার অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি৷ প্রতিটি পরিবেশনা অত্যন্ত তথ্যপূর্ণ তাই আমাদের ক্লাবের সবাই অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুষ্ঠান শোনেন৷ ইউনাইটেড লিসনার্স ক্লাব, হবীগঞ্জ থেকে তবে লেখকের নাম নেই৷

ক্লাব সদস্যরা নিয়মিত ডয়চে ভেলের অসাধারণ অনুষ্ঠানমালা শুনে চলেছি৷ ডয়চে ভেলের মনোগ্রাহী তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ অনুষ্ঠান আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে৷ ডয়চে ভেলে আমাদের চলার পথের প্রেরণা৷ ডয়চে ভেলেই আমাদের সকলকে একত্রিত করেছে৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত বস্তুনিষ্ঠ অনুষ্ঠান সকলে মিলে শুনি এবং আলোচনা করি৷ ক্লাব সদস্যরা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করছি৷ মহঃ শাহীদুল্লাহ, একতা ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, সিঙ্গী, বর্ধমান৷

ডয়চে ভেলের বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ ও আন্তর্জাতিক প্রতিবেদনগুলো থেকে আমি ও আমার বন্ধুরা প্রচুর জ্ঞান ও শিক্ষার আলো পাচ্ছি৷ আবদুর রশীদ বিশ্বাস, মিতালী লিসনার্স ক্লাব, জয়পুর, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন