1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়ায় ‘হাওয়াই' বিপ্লব

১১ জুলাই ২০১৬

‘ফ্লিপ-ফ্লপ' আফ্রিকায় দারুণ জনপ্রিয়...৷ ভাবছেন সেটা আবার কী? আরে ভারত-বাংলাদেশে একেই তো আমরা চিনি ‘হাওয়াই চটি' নামে! মুশকিল হলো, রাবার দিয়ে তৈরি বলে, চটি জোড়া সহজেই ছিড়ে যায় এবং শেষ পর্যন্ত গিয়ে পড়ে সমুদ্রতটে৷

https://p.dw.com/p/1JMvk
ছবি: picture-alliance/dpa

আমাদের দেশে রাবারোর অতি সাধারণ এই স্যান্ডেলগুলো সাধারণত বাড়িতে পরার চটি হিসেবে ব্যবহার করা হয়৷ তবে হাওয়াইয়ের দাম কম হওয়ায় অনেক গরিব মানুষের অবশ্য এ চটিই একমাত্র সম্বল৷ আফ্রিকাতেও তাই৷

দামে কম, আর গরমের দেশে পরেও আরাম৷ তাই পথে-ঘাটে, বাড়িতে-সমুদ্রসৈকতে – আফ্রিকার প্রায় সব দেশেই অগুন্তি মানুষের পায়ে দেখা যায় এই চটি৷ কিন্তু ছিড়ে গেলে অথবা পুরোনো হয়ে গেলে – হাওয়াই চপ্পলের আর যে কোনো কাজ নেই৷ তাই লক্ষ লক্ষ ফ্লিপ-ফ্লপের সামাধিস্থল এখন আফ্রিকার সাগরপাড়

তবে এবার, নাইরোবির একটি সংস্থা এগিয়ে এসেছে৷ তারা মানুষকে টেকসই উন্নয়নের কথা বলছে, বোঝাচ্ছে পরিবেশ সরক্ষণের উপায় আর শেখাচ্ছে ফেলে দেয়া ফ্লিপ-ফ্লপগুলোকে পুনর্ব্যবহারের উপায়৷ শুধু তাই নয়, #ডিইংইয়োরবিট নামের এটি হ্যাশট্যাগও চালু করেছে তারা, যার মধ্যে তারা সকলেই বলছে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে৷

ডিজি/এসিবি

বন্ধু, কেমন লাগলো আপনাদের ভিডিওটি? আচ্ছা, বাংলাদেশে এমন একটা বিপ্লব করলে কেমন হয়?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য