1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়ার বিপক্ষে ১৬১ রানের বড় জয় জিম্বাবুয়ের

২০ মার্চ ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে দ্বিতীয় জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমে ৬ উইকেটে ৩০৮ রান করে জিম্বাবুয়ে৷ জবাবে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৬ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় কেনিয়া৷

https://p.dw.com/p/10cuN

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে কেনিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা৷ সর্বোচ্চ ৬৬ রান তোলেন ক্রেগ ইরভিন৷ ৫৩ রান করে সাজঘরে ফিরেন টাটেন্ডু টাইবু৷ ভুসি সিবান্ডা করেন ৬১৷ ২৬ রান করে ব্রেন্ডন টেলর এবং ৯ রান করে মাঠ ছাড়েন রেগিস চাকাবভা৷

জবাবে ৩০৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে কেনিয়া৷ কিন্তু শুরুতেই বেশ হোঁচট খায় তারা৷ ৪৪ রানের মধ্যে সাজঘরে ফিরেন পাঁচ লড়াকু৷ ২৩ রানে মাঠ ছাড়েন আলেক্স ওবান্ডা৷ তন্ময় মিশ্র মাত্র ৪ রানে, স্টিভ টিকোলো ১০ রানে, কলিন্স ওবুয়া ১ রানে এবং ডেভিড ওবুয়া বিদায় নেন শূন্য হাতে৷ এর পর ১৪ রান করে আউট হন থমাস ওডোয়ো৷ ২৪ রান তুলে সাজঘরে ফেরেন রাকেপ প্যাটেল৷ অপরাজিত নেহেমিয়াহ ওডিয়াম্বো তোলেন সর্বোচ্চ ৪৪ রান৷

ফলে বিশ্বকাপ ক্রিকেটের ‘এ' গ্রুপে দুই ম্যাচে জয় পেল জিম্বাবুয়ে৷ ক্যানাডার বিপক্ষে জেতে ১৭৫ রানে৷ আর কেনিয়ার বিরুদ্ধে জিতল ১৬১ রানে৷ বাকি সবগুলো ম্যাচেই হেরেছে৷ অস্ট্রেলিয়ার কাছে হারে ৯১ রানে৷ নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে, শ্রীলঙ্কার কাছে ১৩৯ রানে ও পাকিস্তানের কাছে হারে ৭ উইকেটে৷

অন্যদিকে, কেনিয়া নিজেদের ছয়টি খেলাতেই হারল৷ ফলে তাদের পয়েন্টের ঝুলি শূন্য৷ নিউজিল্যান্ডের কাছে হারে ১০ উইকেটে৷ পাকিস্তানের কাছে ২০৫ রানে, শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে, ক্যানাডার কাছে ৫ উইকেটে ও অস্ট্রেলিয়ার কাছে হারে ৬০ রানে৷ আর শেষ পর্যন্ত জিম্বাবুয়ের কাছে হেরে এবারের আসর থেকে বিদায়৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক