কুষ্টিয়া থেকে এফএম ৯৭.৬ মেগাহার্তসে অনুষ্ঠান শুনতে পাই! | পাঠক ভাবনা | DW | 16.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কুষ্টিয়া থেকে এফএম ৯৭.৬ মেগাহার্তসে অনুষ্ঠান শুনতে পাই!

আগামীকাল বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনের খবর আর জনপ্রিয় মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজের সাংবাদিক লারা লোগানকে মিশরে একদল দুষ্কৃতিকারিদের নির্যাতন ও যৌন হেনস্থার ওপর প্রতিবেদনটি শুনে আমরা খুব কষ্ট পেয়েছি৷

অনুষ্ঠান শোনা যায়

অনুষ্ঠান শোনা যায়

ক্ষমতার লোভে কিছু মানুষ রাজপথে নেমে আসলেই তা দেশবাসীর আন্দোলন হয় না, তা হয় দাঙ্গা৷ কাজেই মার্কিন প্রসাশনের উচিত আরও দায়িত্বশীল কথা বলা৷ শওকত, বাংলাদেশ৷

সুপ্রভাত বন্ধুরা, বাংলাদেশের অনেক শ্রোতা বিশ্বাস করতে চান না যে, আমরা সুদূর কুষ্টিয়া থেকে ঢাকা কেন্দ্রের এফএম ৯৭.৬ মেগাহার্তসে অনুষ্ঠান শুনতে পাই! এইতো আজকে সকালে খুব সুন্দরভাবে বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, রংপুরের বর্ষীয়ান ভাষা সৈনিক মোঃ আফজাল সাহেবের প্রাণবন্ত সাক্ষাৎকারটি, আগামীকাল বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনের খবর আর জনপ্রিয় মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজের সাংবাদিক লারা লোগানকে মিশরে একদল দুষ্কৃতিকারিদের নির্যাতন ও যৌন হেনস্থার ওপর প্রতিবেদনটি শুনে আমরা খুব কষ্ট পেয়েছি৷ চমৎকার অনুষ্ঠান ও সুন্দর শ্রবণ মানের জন্য ধন্যবাদ – মোখলেসুর রহমান,কুষ্টিয়া৷

ডয়চে ভেলে৷ বাংলা বিভাগের সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা৷ আমি মোবাইল হাতে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত যতোগুলো ইমেইল করেছি তা সবই আপনাদের দেওয়া মোবাইল থেকে৷ শুধু ইমেইল নয় মোবাইলে প্রতিদিন ওয়েব সাইট দেখি এবং ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠান শুনি এবং অন্যদেরও শুনিয়ে থাকি৷ মাঝে মাঝে এফ এম শোনা যায় তবে তা বাসার দ্বিতীয় তলা থেকে৷ শর্টওয়েভ বন্ধ হয়ে যাবার পর মোবাইল এখন আমার একমাত্র ভরসা৷ মোট কথা মোবাইল দিয়েই ডিএক্সইং এর সব কাজ সম্পন্ন করছি৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, নওগাঁ, বাংলাদেশ৷

সংকলক: ফাহমিদা সুলতানা