1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরের প্রাচীনতম হাড় শনাক্ত করলেন জার্মানির বিজ্ঞানীরা

৫ আগস্ট ২০১০

জার্মানির ট্যুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই হাড়ের বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন৷ এবং এই প্রমাণ দিয়েছেন যে, সেই ১৪ শ' বছরের বেশি আগেও মানুষ কুকুর পুষতো৷

https://p.dw.com/p/OcNI
তীক্ষ্ণ দাঁতের আকার দেখেই বিজ্ঞানীরা নিশ্চিত হন, এ হল কুকুরের হাড়ছবি: Qiagen 2010

১৮৭৩ সালে সুইজারল্যান্ডে প্রথমে কুকুরের চোয়ালের এই হাড় পাওয়া গিয়েছিলো৷ কিন্তু হাড় বিশ্লেষণ করলেন ট্যুবিঙ্গেনের বিজ্ঞানীরা সদ্য৷ এবং সেই বিশ্লেষণ কাজের ফল তাঁরা প্রকাশ করেছেন অস্থিতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক জার্নালে৷

প্রত্নতত্ত্ববিদ হানেস নাপিরালা ও হান্স-পেটার উর্পমান জানিয়েছেন, যে কুকুরটির হাড় তাঁরা শনাক্ত করেছেন, তার বাস ছিল ১৪ হাজার ১শ' বছর থেকে ১৪ হাজার ৬শ' বছর আগের কোন এক সময়ে৷ নাপিরালা বলেন, ‘সে সময়ের মানুষ ছিল শিকারি, খাবার সে সংগ্রহ করে বেড়াতো৷' আর এই শিকারের সময় কুকুর হত তার সঙ্গী৷

তীক্ষ্ণ দাঁতের আকার দেখেই বিজ্ঞানীরা নিশ্চিত হন যে, এ হল কুকুরের হাড়, নেকড়ের নয়৷ চোয়াল আর অবশিষ্ট দাঁতগুলোও নেকড়ের থেকে আলাদা৷

উল্লেখ্য, মানুষ যখন নেকড়েকে পোষ মানাতে শুরু করে, তখনই তা থেকে ধীরে ধীরে কুকুর প্রজাতির উদ্ভব৷ তবে ঠিক কোন্ সময় মানুষ নেকড়ে পোষ মানাতে শুরু করে তার কোন হদিশ দেন নি ট্যুবিঙ্গেনের গবেষকরা৷ তাঁরা শুধু এইটুকু আভাস দিয়েছেন যে বিবর্তনের প্রক্রিয়াটা চলছিল ১৪০০০ বছর আগেই৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক