1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোরীকে উত্ত্যক্তের দায়ে শিক্ষকের কারাদণ্ড

২৭ নভেম্বর ২০১০

এশিয়াডে ক্রিকেটে সোনা জিতল বাংলাদেশ৷ ৩২ বছরের ইতিহাসে এই প্রথম সোনা জয়৷ রয়েছে জাহাজ বিক্রিতে বাংলাদেশের নতুন সাফল্য নিয়েও প্রতিবেদন৷ আর উত্ত্যক্তের দায়ে শিক্ষকের শাস্তির খবর৷

https://p.dw.com/p/QJkF
এবার পরীক্ষাকেন্দ্রে উত্ত্যক্তের চেষ্টা (ফাইল ফটো)ছবি: picture alliance / landov

মূল নজরে ক্রিকেট

আজকে গণমাধ্যমের মূল নজর ক্রিকেটের দিকে৷ এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ৷ এই খবরটিকে মূল শিরোনামে জায়গা দিয়েছে দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি সংবাদপত্র৷ যুগান্তরের কথায়, গত ৩২ বছরে এশিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক জয় এটি৷ গুয়াংজুতে প্রতিপক্ষ আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারায় টাইগাররা৷ ১৯৭৮ সাল থেকেই বাংলাদেশ এশিয়াডে অংশ নিচ্ছে কিন্তু সোনা জুটল এই প্রথম৷ তবে, এই জয় খুব একটা সহজ ছিল না বলে জানিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চিন্তায় পড়লেও জয় এনে দিল সাব্বির৷

জাহাজ বিক্রি

দৈনিক কালের কণ্ঠ এসংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘জাহাজ রপ্তানিতে আরেক ধাপ এগিয়ে বাংলাদেশ'৷ ‘গ্রোনা অ্যামারসাম' ও ‘গ্রোনা বিয়েস্সাম' নামক বাংলাদেশে তৈরি দুটি জাহাজ জার্মান মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার৷ ইউরোপের বাজারে সমুদ্রগামী এই বৃহৎ জাহাজ রপ্তানি বাণিজ্যখাতে বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে৷ এদিকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানিয়েছেন, জাহাজ রপ্তানি করে ২০১৫ সালের মধ্যে প্রতি বছর ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে চায় সরকার৷

ব়্যাবের নামে অপহরণ

ব়্যাব পরিচয়ে অপহরণ বাড়ছে বাংলাদেশে৷ অপহৃতদের তালিকায় রাজনৈতিক নেতা-কর্মী এমনকি জনপ্রতিনিধিরাও রয়েছেন৷ তাসত্ত্বেও তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না৷ এই নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক৷

ছাত্রী উত্ত্যক্ত

‘ভর্তি-ইচ্ছুক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে শিক্ষকের কারাদণ্ড' - জানাচ্ছে দৈনিক প্রথম আলো৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহী এক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উত্ত্যক্ত করছিলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ-এর শিক্ষক মো. সাইফুল ইসলাম৷ পরীক্ষা চলাকালে জোর করে শিক্ষার্থীর নাম ও ফোন নাম্বার লিখে নেন তিনি৷ এছাড়া কয়েকবার কিশোরীর গায়েও ধাক্কা দিয়েছেন এই শিক্ষক৷ এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সাইফুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন