1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর সংকট মোকাবিলায় ওমর আবদুল্লার পাশে রাহুল গান্ধী

১৬ সেপ্টেম্বর ২০১০

কাশ্মীর পরিস্থিতি ঠিকমত সামলাতে না পারায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ‘প্রশাসনিক ঘাটতি’ নিয়ে কটাক্ষ করে কেন্দ্রীয় সরকার৷ জল্পনা-কল্পনাও হয় অনেক৷ কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধী মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে, ছবিটা গেল বদলে৷

https://p.dw.com/p/PDkI
Congress, General, Secretary, Rahul, Gandhi, New Delhi, কাশ্মীর, সংকট, ওমর,আবদুল্লা, রাহুল, গান্ধী
কংগ্রেস জেনারেল সেক্রেটারি রাহুল গান্ধী (ফাইল ছবি)ছবি: UNI

কাশ্মীর পরিস্থিতি যেভাবে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটাকে কেন্দ্রীয় সরকার ‘আস্থার ঘাটতি' এবং ‘প্রশাসনিক ঘাটতি' বলে কটাক্ষ করায়, রাজনৈতিক মহলে শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী হয়ত ইস্তফা দেবেন৷ শুধু তাই নয়, রাজ্যে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সরকার ভেঙ্গে যাবে এবং নতুন রাজনৈতিক বিন্যাস বা সমীকরণ তৈরি হবে - এমন জল্পনা-কল্পনাও করা হচ্ছিল প্রচুর৷ তার মধ্যে রাজ্যের বিরোধীদল পিডিপি'র শীর্ষ নেতা মুফতি মহম্মদ সাঈদ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করায়, সেই সম্ভাবনাকে আরো উস্কে দিয়েছিল৷

কিন্তু সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, কংগ্রেস জেনারেল সেক্রেটারি রাহুল গান্ধী এগিয়ে আসেন ওমর আবদুল্লার সমর্থনে৷ আজ কোলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাশ্মীর ইস্যু জটিল ও স্পর্শকাতর৷ মুখ্যমন্ত্রীকে সময় ও সমর্থন দিতে হবে৷ ন্যাশনাল কনফারেন্সের নির্বাচিত নেতা হিসেবে ওমর আবদুল্লা সরকারকে সমর্থন দিয়েছে কংগ্রেস৷ রাহুল গান্ধী বলেন, এক তরুণ মুখ্যমন্ত্রী হিসেবে ওমরকে অনেক শক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে৷ তাঁর কথায়, কাশ্মীর ইস্যুর সমাধান কোন পার্ট-টাইম জব নয়৷ তাই সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন সম্পর্কে বিশদভাবে না জেনে, তিনি কোন মন্তব্য করতে চান না৷

রাহুল গান্ধী বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল জোট বাম সরকারকে গদিচ্যুত করতে সফল হবে, যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে৷ কংগ্রেস মাথা নুইয়ে জোট করবেনা৷ এছাড়া, তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় খোলাখুলিভাবে মাওবাদীদের সমর্থন করছে - এই অভিযোগকে বাড়িয়ে বলা হচ্ছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী৷ মাওবাদ দারিদ্র্য ও জনসংযোগের অভাবের পরিণতি বলে তিনি মনে করেন৷ পশ্চিমবঙ্গে বামশাসনকে একহাত নিয়ে রাহুল গান্ধী বলেন, গত ৩৩ বছরে এই রাজ্য ভাগ হয়েছে ক্যাডার-ভিত্তিক ও গরিবদের মধ্যে৷ মার্কসবাদ আজ মৃতপ্রায় সারা বিশ্বে৷ এমনকি, চীনে ও কিউবা'তেও৷

জমি অধিগ্রহণ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, জমি অধিগ্রহণে কৃষকদের স্বার্থরক্ষায় নতুন বিল আনা হচ্ছে৷ কৃষকদের যেন ঠকানো না হয়৷ যেমন, উত্তরপ্রদেশের উদাহরণ টেনে রাহুল গান্ধী বলেন, সেখানে প্রতিবর্গ মিটার ৪০০ টাকায় কিনে তা বিক্রি করা হচ্ছে হাজার টাকায়৷ জমি অধিগ্রহণ বিলে হরিয়ানার মডেল নেয়া হয়েছে৷ আর ওড়িষার নিয়ামগিরি বক্সাইট প্রকল্প সম্পূর্ণ বেআইনি বলে তিনি তার বিরোধিতা করেছেন৷ এটা উপজাতি বনাম কর্পোরেটের প্রশ্ন নয়, জানান রাহুল গান্ধী৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য