1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাবাহিনীর মনোবল বাড়ানোর উদ্যোগ

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
২৭ এপ্রিল ২০১৭

মোদী প্রধানমন্ত্রী হয়েই সেনাধ্যক্ষদের সঙ্গে বৈঠকে দেশের সমস্ত আধাসেনা জওয়ানদের মনোবল বৃদ্ধির জন্য কমিক্স বই প্রকাশের পরামর্শ দিয়েছিলেন৷ ভারত-‌পাকিস্তান সীমান্তে জম্মু ও কাশ্মীরে এবার মোদীর সেই ‘‌ইচ্ছাপূরণ'‌ হতে চলেছে৷

https://p.dw.com/p/2bzw6
Indien allgemeine Bilder der indischen Armee
ছবি: Getty Images/AFP/S. Panthaky

হিন্দি ভাষায় প্রকাশিত হচ্ছে আধাসেনাদের জীবন ও লড়াইয়ের কাহিনী৷ খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে৷

জম্মু ও কাশ্মীরে নিযুক্ত আধাসেনা জওয়ানদের দুঃসাহসিক বীরত্বের কাহিনী এবার দুই মলাটে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার অপেক্ষায়৷ এতদিন যা ছিল শুধুমাত্র সংবাদপত্রের পাতায়, এবার তা-‌ই বাড়িতে বসে পড়া যাবে৷ খুব তাড়াতাড়ি আধাসেনার মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে ‘‌সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স'‌ একটি কমিক্স বই নিয়ে আসছে, যার মূল বিষয়বস্তু, ২০০১ সালে শ্রীনগর বিমানবন্দরে আতঙ্কবাদী হামলার ঘটনা৷

‘‌শৌর্য্য গাথা'‌ শীর্ষক এই কমিক্স বইয়ে সি আর পি এফ জওয়ানদের সাহসিকতার গল্প রয়েছে, যা এই সম্পর্কিত ১২টি বইয়ের একটি৷ ইতিমধ্যেই ৯টি বই প্রকাশিত হয়েছে৷ ‌বইগুলোর বিষয়বস্তু, লেখনি, ছবিসহ সবই করেছে সিআরপিএফ কর্তৃপক্ষ৷ বইগুলি বিক্রি করে যে অর্থ জমা হবে, তা ব্যয় হবে জওয়ানদের পরিবারের কল্যাণে৷

প্রসঙ্গত, ক'‌দিন আগেই ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় ২৬ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন৷

এই কমিক্স বইগুলোতে ১৯৫৯ সালে জম্মু ও কাশ্মীরের লে-‌তে চীনা সেনার বিরুদ্ধে সিআরপিএফ জওয়ানরা যে সাহস দেখিয়েছিলেন তা-‌ও ফুটিয়ে তোলা হয়েছে৷ এছাড়াও ২০০১ সালের ডিসেম্বরে ভারতের সংসদ ভবনে জঙ্গি হামলার ঘটনা এবং ২০০৫-‌এর জুলাইয়ে অযোধ্যা হামলারও উল্লেখ করা হয়েছে৷ প্রতিটি কমিক্স বইয়ের ২০,০০০ করে কপি নবনিযুক্ত আধাসেনা জওয়ান ও সংশ্লিষ্ট সংগঠনের হাতে পৌঁছে দেওয়া হয়েছে৷ বই পেয়ে গেছেন আধাসেনা জওয়ানরাও৷ খুব শীঘ্রই এর সার্বজনীন বিক্রি শুরু করবে সরকার৷ তারপর আরও দুটি কমিক্স বই ‘‌অ্যাটাক অন রঘুনাথ টেম্পল'‌ এবং ‘‌ব্রেভারি অফ খুবী রাম'‌-‌ও প্রকাশিত হবে

গত ৪ বছরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় মোট ১৫০ জন সি আর পি এফ জওয়ান শহিদ হয়েছেন৷ ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, সি আর পি এফের এই ১০ম কমিক্স বইয়ে বিমানবন্দরে হামলার সময় এই আধাসেনা জওয়ানরা যে বীরত্বে পরিচয় দিয়েছিলেন, তাই সচিত্র বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে৷ ২০০১ সালের ১৬ জানুয়ারি জঙ্গি সংগঠন ‘‌লস্কর-‌এ-‌তৈবা'‌-‌র ৬ জন আত্মঘাতী জঙ্গি আধাসেনার পোশাক পরে একটি গাড়িতে চড়ে এসে শ্রীনগর বিমানবন্দরে সশস্ত্র হামলা চালিয়েছিল৷ সেই নৃশংস হামলায় ২ ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছিলেন৷ জঙ্গি মোকাবিলায় সি আর পি এফের ৩ জন জওয়ান শহিদ হয়েছিলেন৷ তবে, একটানা ৩ ঘন্টার গুলির লড়াইয়ে ৬ জন সন্ত্রাসবাদীকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন কর্মরত নিরাপত্তারক্ষীরা৷

সি আর পি এফের ডেপুটি কমান্ডার রাজীব কুমার মনে করেন, ‘‌‘‌জওয়ানদের দুঃসাহসিক কর্মকান্ডের সচিত্র বিবরণ সম্বলিত কমিক্স বই জম্মু ও কাশ্মীরে নিযুক্ত নিরপত্তারক্ষীদের মনোবল বাড়াতে সাহায্য করবে৷'‌'‌ তিনি আরও বলেন, ‘‌‘‌কমিক্স বই ‘‌অ্যাটাক অন শ্রীনগর'‌-‌এ অত্যন্ত স্পষ্টভাবে দেখানো হয়েছে, নাগরিকজীবন এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে অতীতে কীভাবে সিআরপিএফ জওয়ানরা শ্রীনগর বিমানবন্দরে আতঙ্কবাদী হামলার ঘটনার মোকাবিলা করে তাকে বিফল করেছিলেন৷ এই বই জম্মু ও কাশ্মীর উপত্যকায় নিযুক্ত আধাসেনা জওয়ানদের মনোবল বৃদ্ধিতে গঠনমূলকভাবে সাহায্য করবে৷ এমনটাই আমার বিশ্বাস৷'‌'‌

কাশ্মীর উপত্যকায় ভারত-‌পাক সীমান্তে দেশের সুরক্ষায় বহু সিআরপিএফ জওয়ান নিযুক্ত রয়েছেন৷ যেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে ১৯৮৯ থেকে এখনও পর্যন্ত কয়েক হাজার মানু্য প্রাণ হারিয়েছেন৷ ২০১৬ সালের ৮ জুলাই থেকে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ মাসে  ভারতের সবচেয়ে বড় আধাসেনা বাহিনী সিআরপিএফের ২৫৮০ জওয়ান জখম হয়েছেন৷

রাজীব চক্রবর্তী, নতুন দিল্লি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য