1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন প্রিয়াঙ্কা

৬ এপ্রিল ২০১০

অমিতাভ বচ্চন, অর্থাৎ আমাদের বিগ-বি হয়েছিলেন গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার৷ আর এবার, ভারতের অন্য কোনো অঞ্চলের নয়, একেবার কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে চান টিনসেল টাউনের অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷

https://p.dw.com/p/MnYb
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াছবি: AP

কাশ্মীর মানেই যেমন ডাল লেক, গগনচুম্বী হিমালয় আর প্রকৃতির স্বর্গ-রাজ্য, তেমনই কাশ্মীর মানেই হলো জঙ্গি ঘাঁটি, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এবং মানুষের মাঝে বাড়তে থাকা ভয়৷ তবে ভয় আর যার মনেই থাকুক না কেন, প্রিয়াঙ্কার যে ভয়-ডর ব্যাপারটা বেশ কম - তা তাঁর কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার ইচ্ছে প্রকাশের মধ্যেই বোঝা যাচ্ছে৷

ভূ-স্বর্গ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে এতোটাই মোহিত প্রিয়াঙ্কা যে, এবার কাশ্মীর নিয়ে মানুষের মধ্যে সাড়া জাগাতে চান তিনি৷ চান কাশ্মীরে যাওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করতে৷ তাঁর কথায়, ‘‘কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আমি একেবারে নিশ্চিন্ত৷''

তাই কাশ্মীরের রাজ্য প্রশাসন ব্যাপারটা নিয়ে তত্পর হয়েছে ইতিমধ্যেই৷ শোনা যাচ্ছে, পর্যটন ক্ষেত্রের প্রচারের ভারটা বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর হাতে ছাড়ার বিষয়ে বিচার-বিবেচনা করেছে তারা৷ প্রিয়াঙ্কার এহেন সাহসিক মনোভাব দেখে তাঁকে হয়তো অচিরেই দূত হিসাবে নিয়োগ করবে তারা৷ তাই শীঘ্রই হয়ত মিস চোপড়া-কে দেখা যাবে কাশ্মীর নিয়ে কথা বলতে৷

কিছুদিন আগের কথা৷ একটি ছবির শ্যুটিং করতে কাশ্মীরে গেয়েছিলেন প্রিয়াঙ্কা৷ শ্যুটিং-এর সুবাদে সেখানে বেশ কিছুদিন কাটান তিনি৷ তবে কাজের চাপে ছুটির মেজাজটা তেমন ছিল না৷ তাই খুব শীঘ্রই সপরিবারে আবারো কাশ্মীরে যাবেন বলিউড-এর এই অভিনেত্রী৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক