1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্যালয় কর্মকর্তাদের সক্রিয় হতে বললেন হাসিনা

১ নভেম্বর ২০১০

নিজের কার্যালয়ের কর্মীদের বাড়তি দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন শেখ হাসিনা৷ ওদিকে অসুস্থ ভাষা সৈনিক ইমদাদ হোসেনের অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে৷ পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/PvDE
ছবি: DW

রোববারে প্রধানমন্ত্রীর ভাষণে সক্রিয়তার কথা

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিজের কার্যালয়ের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘‘সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে আপনার কাজে প্রশাসনের অন্য কর্মকর্তাও অনুপ্রাণিত হবে৷'' প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রোববার বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনা এ কথা বলেন৷ গত সরকারের নেওয়া যেসব পরিকল্পনা ও কর্মসূচি জনগণের কল্যাণ করবে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী৷ সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব কথা জানান৷ প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, কর্মকর্তাদের কাছ থেকে তাঁদের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে তাঁদের কিছু নির্দেশনা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী বলেছেন, ‘সময়সীমা বিবেচনা করে কাজ শেষ করার জন্য আপনাদের অতিরিক্ত কাজের চাপ নিতে হবে৷'
বিচারবিভাগকে পৃথক করে কোন লাভ হয়নি

দৈনিক কালের কন্ঠ তাদের বিশেষ প্রতিবেদনে বলছে, মামলার দ্রুত নিষ্পত্তি হবে, কমবে জট, হয়রানি থেকে রক্ষা পাবে বিচারপ্রার্থীরা, পাবে ন্যায়বিচার, বিচারকরাও স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এসব আশা নিয়েই ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক করা হয়৷ তবে গত তিন বছরে সেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলেই বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন৷ মামলার নিষ্পত্তির হার এখনো সন্তোষজনক নয়৷ বাস্তবায়িত হয়নি বিচার বিভাগ পৃথককরণে মাসদার হোসেন মামলার রায়৷ বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি মন্ত্রণালয়ের হাতে থাকায় স্বাধীনভাবে বিচারবিভাগ কাজ করতে পারছে না বলেও অভিযোগ রয়েছে৷ সুপ্রিম কোর্টের এক হিসাব অনুযায়ী, ২০০৭ সালের ১ নভেম্বর সারা দেশে ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে পাঁচ লাখ ৬৩ হাজার ৩৪৪টি মামলা বিচারাধীন ছিল৷ এ বছর জুলাই মাস পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়ায় সাত লাখ ২৯ হাজার ৫৯৭টি৷ ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আমল থেকে বর্তমানে এক লাখ ৬৬ হাজার ২৫৩টি মামলার বেশি বিচারাধীন রয়েছে৷ ক্রমেই মামলার জট বাড়ছে৷ সুপ্রিম কোর্টের হিসাবেই প্রতিবছর সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তির হার কমছে৷ বিচারবিভাগ পৃথক হওয়ার পর প্রথম দুই মাসে নিষ্পত্তি হয়েছিল ৮৩ হাজার ৯১টি মামলার৷ ২০০৮ সালে নিষ্পত্তি হয় চার লাখ ৪২ হাজার ৭২৫টি, ২০০৯ সালে মামলা নিষ্পত্তি হয় চার লাখ ১৪ হাজার ৮৬১টি৷ এ বছর সাত মাসে অর্থাৎ গত জুলাই মাস পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়েছে প্রায় দুই লাখ সাড়ে আট হাজার৷

ভাষা সৈনিক ইমদাদ হোসেন অসুস্থ

গুরুতর অসুস্থ ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় প্রায় চুরাশি বছর বয়সী ইমদাদ হোসেনকে এক সপ্তাহ আগে 'বারডেম' হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর পরিবারের সদস্য ও স্বজনরা৷ বেশ কিছুদিন ধরে রোগে ভোগার পর গত ২৩ অক্টোবর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার আরও অবনতি হওয়ায় পরদিন রোববার সকালেই তাঁকে বারডেম হাসপাতালের আই সি ইউ-তে স্থানান্তর করা হয়৷ অধ্যাপক ডা. খাজা নাজিমুদ্দিনের তত্ত্বাবধানে বর্তমানে হাসপাতালটির ১২০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ইমদাদ হোসেনের অবস্থা নিয়ে আশাবাদী নন চিকিৎসকরাও৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম