1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাঠমান্ডুতে বাংলাদেশের এভারেস্ট বিজয়ী মুসা

২৮ মে ২০১০

মাটিতে নেমে এলেন বাংলাদেশের এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম৷ এভারেস্টের বেসক্যাম্প থেকে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এসে পৌঁছোন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার পর৷

https://p.dw.com/p/Nb0a
ফাইল ফটোছবি: NACB

তাঁর আসার কথা ছিল আগামীকাল শনিবার৷ কিন্তু নির্ধারিত সময়ের আগে মালপত্র পৌঁছে যাওয়ায় তিনি বৃহস্পতিবারই চলে আসেন সেখানে৷ নেপাল চীন সীমান্ত এলাকা দোলালে পড়ন্ত বিকালে মুসা ইব্রাহীমকে অভ্যর্থনা ও স্বাগত জানান নেপালস্থ বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ৷ তাঁর সঙ্গে ছিলেন এভারেস্ট আরোহনে তাকে সহায়তাকারী তিন শেরপা৷ পরে তাঁকে নিয়ে আসা হয় কাঠমান্ডুতে৷

এভারেস্ট বিজয়ী এই বাংলাদেশী বীরকে বেশ ক্লান্ত মনে হচ্ছিলো বলে জানান তাঁকে স্বাগত জানাতে যাওয়া সাংবাদিকরা৷ তারা জানান, মুসা ইব্রাহীমকে স্বাগত জানানো হয় বাংলাদেশের পতাকায় তাকে জড়িয়ে এবং ফুলের মালা দিয়ে৷ এছাড়া তাকে মিষ্টিমুখও করানো হয় বলে জানান তারা৷

মুসার এবারকার এভারেস্ট মিশন শুরু হয় ১৯ এপ্রিল, এভারেস্টের তিব্বতের অংশ দিয়ে৷ ২৩ মে নেপালী সময় সকালে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি৷ প্রথম বাংলাদেশী হিসেবে ২৩ মে এভারেস্ট জয়ের পর, বুধবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন মুসা ইব্রাহীম৷ এভারেস্টের উত্তরাংশে অবস্থিত বেসক্যাম্পে তাঁকে এভারেস্ট জয়ের সনদ প্রদান করে দি ‘চায়না তিব্বত মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন'৷

আগামী দুই একদিনের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য