1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজ পেতে সরকারকে চাপ দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত

৫ জানুয়ারি ২০১১

উইকিলিক্সে প্রকাশিত গোপন নথিতে বাংলাদেশ প্রসঙ্গ, মহাজোট সরকারের দুই বছর, আসন্ন পৌর নির্বাচন, এসবই আজকের ঢাকার পত্রিপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/ztfb
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস্ এফ মরিয়ার্টিছবি: AP

উইকিলিক্সে বাংলাদেশ

২০০৯ সালের অক্টোবরে বাংলাদেশের দুটি ব্লকে গ্যাস অনুসন্ধানের কাজ পায় মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস৷ কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারও প্রায় তিনমাস আগে মানে জুলাই মাসেই কনোকোর কাজ পাওয়া নিশ্চিত বলে যুক্তরাষ্ট্রে বার্তা পাঠান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস্ এফ মরিয়ার্টি৷ উইকিলিক্স বলছে, কনোকোকে কাজ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-এ-ইলাহী চৌধুরীকে জুলাই মাসে 'অনুরোধ' করেছিলেন মরিয়ার্টি৷ এর মাত্র ৩ মাসের মধ্যেই কাজ পেয়ে যায় কনোকো৷ যুগান্তরে প্রকাশিত হয়েছে খবরটি৷

সরকারের দুই বছর

কালের কন্ঠ বলছে, বৃহস্পতিবার সরকারের দুই বছর পূর্ণ হচ্ছে৷ এসময় সরকার অনেক ভালো কাজ করলেও তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে নানা কারণে৷ কয়েকজন মন্ত্রী, এমপির বিতর্কিত মন্তব্য ও ছাত্রলীগ, যুবলীগের কর্মকান্ড সরকারকে বিভিন্ন সময় বিপদে ফেলেছে বলে মনে করে কালের কন্ঠ৷ আর যুগান্তর বলছে, দুই বছরে সরকারের নির্বাচনী ইশতেহার ছিল উপেক্ষিত৷ এছাড়া দিন বদল হচ্ছে ডিজিটাল নয়, অ্যানালগ গতিতে৷ সন্ত্রাস, দুর্নীতি আগের মতই আছে বলে মনে করছে যুগান্তর৷ এদিকে দুই বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে কালের কন্ঠ৷ তবে যুগান্তর বলছে, আজই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী৷

পৌর নির্বাচন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, অর্ধশতাধিক পৌরসভায় 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি (প্রাক্তন বিডিআর) সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ আর সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি এখনো পরিকল্পনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ এদিকে সমকাল বলছে, পৌরসভা নির্বাচনকে রাজনৈতিক 'ইস্যু' বানাতে চায় বিএনপি৷ দলটির নেতারা মনে করেন, নির্বাচনে তাদের 'ভরাডুবি' হলে বিএনপির লাভ৷ কারণ তাহলে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা যাবে৷ আবার 'বিজয়ী' হলেও লাভ৷ কারণ তাহলে 'মধ্যবর্তী' নির্বাচনের দাবি তোলা যাবে৷ এছাড়া দাতা দেশ ও সংস্থাগুলোর সামনে সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া 'ম্যান্ডেট' তুলে ধরার চেষ্টা করবে বিএনপি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা