1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজের পরিবেশ উন্নত করবে জার্মান টেক্সটাইল কোম্পানি ‘কিক’

৪ আগস্ট ২০১০

বাংলাদেশে তৈরি পোশাক কেনে যে-সব জার্মান কোম্পানি, ‘কিক’ তাদের অন্যতম৷ খুব সস্তায় কাপড় বিক্রি করে তারা৷ কিন্তু কর্মীরা কোন অবস্থায় কাজ করছে, সেদিকে তাদের তেমন দৃষ্টি ছিলনা৷ এবার মামলায় হেরে কোম্পানি নড়েচড়ে বসেছে৷

https://p.dw.com/p/ObuD
জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইন শহরে ‘কিক’ কোম্পানির একটি দোকানছবি: picture-alliance/ dpa

অতীতের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে ‘কিক'৷ একই সঙ্গে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে তারা কর্মীদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হবে৷ কাজের পরিবেশ আরও উন্নত করবে৷

নানা রকমের অভিযোগ উঠেছিল কোম্পানির বিরুদ্ধে৷ যেমন তারা নাকি জার্মানিতেই তাদের কর্মীদের অনেক কম বেতন দিয়েছে৷ আর্থিক অসুবিধা দেখা দিলেই কর্মী ছাঁটাই করেছে৷ অথচ ব্যবসা কিন্তু কোম্পানির ক্রমশই বেড়েছে৷

মামলাটা হয়েছিল উত্তর জার্মানির টেলিভিশন চ্যানেল এনডিআর-এর এক তথ্যভিত্তিক রিপোর্টকে কেন্দ্র করে৷ ঐ টিভি রিপোর্টে দেখানো হয়, বাংলাদেশে তিন নারী কর্মী কি অমানবিক অবস্থায় ‘কিক'-এর জন্য পোশাক তৈরি করছে৷ ঐ মেয়েরা আদৌ ‘কিক'-এর কর্মী নয়, এই যুক্তি দেখিয়ে কোম্পানি আইনের আশ্রয় নিয়েছিল৷ তারা চাইছিল, এনডিআর যেন ঐ রিপোর্ট আর না প্রচার করতে পারে৷ প্রাথমিক পর্যায়ে সফল হলেও শেষ পর্যন্ত আদালতের রায় ‘কিক'-এর বিরুদ্ধেই গেছে৷ এতে অবশ্য কাজ হয়েছে৷ ভবিষ্যতে পোশাককর্মীদের কাজের পরিবেশের উন্নতির দিকে নজর দেবে কোম্পানি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক