1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাকা বিহীন মিটমিটে ব্রাজিল

২৬ জুন ২০১০

শুক্রবারের মূল খেলাটা ছিল ব্রাজিল বনাম পোর্তুগাল৷ কিন্তু ব্রাজিলের কাকা স্বয়ং লাল কার্ডের জন্য খেলতে পারেনি৷ রবিনিও’র পার্ফর্মেন্স এমনিতেই ভালো হচ্ছিল না৷

https://p.dw.com/p/O3lO
বলের জন্য লড়াই ব্রাজিল ও পর্তুগালের তারকাদেরছবি: AP

তার ওপর সে নাকি আবার বড়াই করেছে, সে কাকা'র বিকল্প হতে পারে৷ সেই কারণেই কোচ ডুঙ্গা তাকে বেঞ্চিতে বসিয়ে রাখলেন কিনা, কে জানে৷ তবে একথা নিঃসন্দেহে সত্য যে, হুলিও বাপ্তিস্তা'ও কাকা'র বিকল্প হতে পারে না৷ ফরোয়ার্ডে লুইস ফাবিয়ানো মোটামুটি মিটমিটই করেছে৷ নিলমার'এর বেগ আছে, কিন্তু ফিনিশিং-এর কল্পনাশক্তি নেই৷ ব্রাজিল যেটুকু খেলেছে, তা ডানদিকে মেইকন আর ড্যানি আলভেস'এর কল্যাণে৷ সব মিলিয়ে ব্রাজিলের সেই সুবিখ্যাত ‘ইয়োগো বোনিতো' বা ‘বিউটিফুল গেম'-এর কোনো চিহ্নই দেখতে পাওয়া যায়নি৷ পোর্তুগালের তরফে এক যা বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় রোনাল্ডো'কেই মাঝেমধ্যে তার আশ্চর্য গতি প্রদর্শন করতে দেখা গেছে৷

ব্রাজিলের খেলার সময়েই চলছিল আইভরি কোস্ট বনাম উত্তর কোরিয়া৷ দিদিয়ের ড্রোগবা'র দল আইভরি কোস্ট'কে ৩-০ গোলে জিতেও বিদায় নিতে হয়েছে৷ শুক্রবারের পরের দু'টি খেলা ছিল গ্রুপ ‘এইচ'-এর: স্পেন চিলি'কে ২-১ গোলে হারালেও, দু'টি দলই প্রাক-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে৷ স্পেনের ডেভিড ভিয়া টুর্নামেন্টে তার তৃতীয় গোল করেছে৷ কিন্তু চিলি'ও যে পার পেয়ে গেল, সেটা সুইজারল্যান্ড হন্ডুরাস'এর সঙ্গে ড্র করার ফলে: গোলশূন্য ড্র৷ যে সুইস'রা তাদের জার্মান কোচ অটমার হিটসফেল্ড'এর প্রেরণায় ইতিপূর্বে স্পেনকে হারিয়ে স্বদেশের ইতিহাস সৃষ্টি করেছিল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই