1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাকার নিন্দা, ঝকমকে রুনি আর অসামান্য আইনার

১৫ মার্চ ২০১০

প্যারালিম্পিকে মনোবল দেখাচ্ছেন আইনার৷ রুনি দৌড়চ্ছেন দ্রুতগতিতে বর্ষসেরা হতে৷ আর রেয়ালের দুর্দিনে সমালোচিত কাকা এবং হিগুয়েইন৷

https://p.dw.com/p/MSpt
ভ্যাঙ্কুভার প্যারালিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানছবি: AP

আইনারের অসামান্য মনোবল

এই নিয়ে পাঁচটি প্যারালিম্পিকে অংশগ্রহণ করেছেন তিনি৷স্লেজ হকি খেলোয়াড়দের মধ্যে দুনিয়ায় সেরাদের একজন এই রল্ফ আইনার৷ নরওয়ের অ্যাথলিট আইনারের বয়স এখন চল্লিশ৷ এখনও থামার ইচ্ছে নেই তাঁর৷ ভ্যাঙ্কুভার প্যারালিম্পিকে এবারেও তিনি আছেন৷ আর চাইছেন হকিতে এবারেও একটা পদক জিততে৷ মাত্র ষোল বছর বয়সে মোটরবাইক দুর্ঘটনায় একটি পা বাদ যায় তাঁর৷ তারপর হাল ছেড়ে দেন নি কিন্তু৷ লড়াই চলেছে খেলাধুলায় টিঁকে থাকার৷ তার প্রমাণ দিতে শুরু করেন ওই ভয়াবহ দুর্ঘটনার এক বছর পর থেকেই৷ পাঁচবার প্যারালিম্পিকে অংশগ্রহণ করলেন এই নিয়ে৷ এখনও সেই খেলার জগতেই থাকতে চান মধ্যবয়সে এসেও৷ একেই বলে মনোবল৷

রুনির জয়যাত্রা

ছিল ত্রিশ, হল বত্রিশ৷ বলছি ব্রিটিশ ফুটবল তারকা ওয়েন রুনির কথা৷ আসলে চলতি মরশুমে রুনির গোলের সংখ্যা বেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ ফুলহ্যামের সঙ্গে ম্যান ইউ-র শেষ খেলায় ৩-০ জিতেছে ম্যান ইউ৷ আর তার মধ্যে দুটো গোলই দিয়েছেন রুনি একা৷ রুনির মোট গোলের হিসেবটা এখন দাঁড়াল বত্রিশ৷ প্রিমিয়ার লিগে ম্যঞ্চেস্টার ইউনাইটেড এবার বেশ ভালো অবস্থায়৷ সঙ্গে রুনির সুদিন দলের জন্য স্বস্তি তৈরি করেছে বেশি৷ ম্যান ইউ-র সঙ্গে ফুলহ্যামের খেলাটা হয়েছিল ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে৷ সেদিনটা ছিল ওল্ড ট্রাফোর্ডের শতবর্ষ৷ এই বিশেষ দিনটায় দুটো গোল দিয়ে ওয়েন রুনি নিজের নামটাও সোনার অক্ষরেই লিখে দিলেন৷ আসলে ২০০৭-২০০৮ সালের ফুটবল মরশুমে ৪২ টা গোল দিয়ে রেকর্ড করেছিলেন ক্রিস্চিয়ানো রোনাল্ডো৷ রুনি সেই রেকর্ড ভাঙার জন্যই দৌড়চ্ছেন বলে মনে হয়৷ রোনাল্ডোর রেকর্ড ভেঙে তারপর মরশুমের সর্বোচ্চ গোলদাতার তকমা তাহলে কী এবার রুনির জন্যই তোলা আছে? সেইসঙ্গে সহজেই এসে যাবে বর্ষসেরার শিরোপাটাও!

Champions League Manchester gegen Porto
রোনাল্ডোর রেকর্ড ভাঙার চেষ্টা করছেন রুনিছবি: AP

বিপাকে কাকা

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে রেয়াল মাদ্রিদ৷ আর তারপরেই শুরু হয়েছে ময়নাতদন্ত৷ সেই ময়নাতদন্ত রিপোর্টে প্রথমেই জোর ঝাপটার মুখে রেয়ালের দুই নামজাদা খেলোয়াড় ব্রাজিলের কাকা আর গঞ্জালো হিগুয়েইন৷ স্প্যানিশ মিডিয়া তেড়েফুঁড়ে লেগেছে এই দুজনের বিরুদ্ধে৷ বলা হচ্ছে, কাকার নাকি কোনরকম ফর্মই অবশিষ্ট নেই আর হিগুয়েইন একের পর এক ম্যাচে এত বেশি নিজের পায়ে বল রেখেছেন যে অন্যরা কোন সুযোগই পায় নি৷ বিশেষ করে ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে বল না বাড়ানোর জন্য হিগুয়াইন এখন বেশ সমালোচনা মূলক পরিস্থিতির মুখোমুখি৷ রেয়ালের ক্যাপ্টেনও বলেছেন, হিগুয়েইন ভুলে যাচ্ছে যে ফুটবলটা একটা দলগত খেলা, একার খেলা নয়৷ আসলে সব দেশেই শেষমেশ সেই একই ব্যাপার৷ দল হারলেই শুরু হয় দোষারোপ আর কাদা ছোঁড়াছুঁড়ি৷ অবশ্য, কাকা বা হিগুয়েইন কেউই এ বিষয়ে কোনরকম মুখ খোলেন নি৷ তাছাড়া, চ্যাম্পিয়নস লিগ থেকে যেভাবে শোচনীয় লজ্জাকর পরাজয় নিয়ে এবার ছিটকে গেছে রোয়াল মাদ্রিদ, তাতে সত্যিই ক্ষোভ হওয়ার কথা ফ্যানেদের আর সেইসঙ্গে মিডিয়ারও৷ তাই, কাটাছেঁড়া এখন আরও চলবে যে, তাতে কোন সন্দেহ নেই৷

Real Madrid Kaka
রেয়াল চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর কাকার অভিব্যক্তি৷ছবি: AP

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- আরাফাতুল ইসলাম