‘কষ্ট হলেও ভালো লাগছে' | পাঠক ভাবনা | DW | 19.06.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘কষ্ট হলেও ভালো লাগছে'

বাংলাদেশে আজ থেকে রোজা শুরু হয়েছে৷ তাই প্রথমদিনের রোজা কীভাবে কাটছে, কেমন লাগছে – এ সবই আজ আমাদের ফেসবুক পাতায় জানিয়েছেন ডয়চে ভেলের পাঠক বন্ধুরা৷

প্রথমদিন যে কোনো কিছু করতে গেলে সবাই একটু অনিশ্চিত থাকে আর সেই কথাই লিখেছেন মিনহাজুল ইসলাম জোবায়ের৷ তাঁর মন্তব্য, ‘‘মনে করেছিলাম রাখা যাবে না, কিন্তু এখন খুব ভালো লাগছে৷ আশা করছি সবগুলো রাখতে পারবো, ইনশাআল্লাহ৷''

প্রথম রোজা একটু কষ্ট হওয়া স্বাভাবিক, তারপরও ভালো লাগছে৷ ফেসবুকে এই মন্তব্য বন্ধু এইচ এম বেলাল উদ্দিনের৷

অন্যদিকে ঘুমকাতুরে বন্ধু হাসান মুন্না মজা করে লিখেছেন, ‘‘ঘুম থেকে উঠলামই তো সাড়ে এগারটায়, আরো পরে বলা যাবে৷''

রোজা রেখে চাকরি, অন্যান্য কাজকর্ম, পড়াশোনা করতে একটু বেশি কষ্ট হয় বৈকি! কথাটা জানিয়েছেন নাহিদ হাসান এভাবে, ‘‘রোজা রাখতে ভালোই লাগছে, তবে ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা ৩টা প্র্যাকটিক্যাল অস্থির কইরা ফেলছে৷''

মো.আশিকুর রহমানের কাছে প্রথমদিনের রোজা রেখে একটু খারাপ লাগলেও মনটা ভালো লাগছে৷

তবে মো.ওবায়দুল্লাহর কাছে তেমন কষ্ট মনে হচ্ছে না, যতটা কষ্ট হবে বলে তিনি ভেবেছিলেন৷

মো. সবুজ মাহমুদ রোজা রেখে খুবই খুশি৷ তাঁর ভাষায়, ‘‘এক কথায়, অন‌েক অন‌েক ভাল‌ো৷''

ভারত থেকে সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, ‘‘ভালো কাটছে, তাছাড়া রোজার প্রথমদিন মসজিদে অন্য দিনের তুলনায় অনেক বেশি মুসুল্লিও ছিলেন৷''

ইমরান খান, রোবেল খানফয়সাল আহমেদ শিপন, শেখ আমিনুর রহমান, ইমতিয়াজ আরাফাত, হাবিবুর রহমান, মাজাহারুল হক সজলসহ মোজাহেদ ইসলামের কাছেও রোজার প্রথমদিন খুব ভালো লাগছে, কাটছেও ভালোই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন