1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌কলকাতা – ঢাকা ‘‌ভাষাসূত্র’

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৭ ফেব্রুয়ারি ২০১৭

কলকাতা থেকে ঢাকা সাইকেল চালিয়ে যাচ্ছেন ১৬ জন৷ ২১ ফেব্রুয়ারির উদযাপনে যোগ দিতে৷ ভাষার টানে, প্রাণের টানে৷

https://p.dw.com/p/2Xjyf
Indien Kalkutta Kolkata - Dhaka cycle rally 
বেনাপোল বন্দরে সাইকেল দলছবি: DW/S. Bandopadhyay

১৬ জন সাইকেল আরোহীর একটি দল৷ ‘‌হান্ড্রেড মাইলস্‌’ নামে অন্য ধারার একটি পর্যটন সংস্থার উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি রওনা হয়ে গেলেন ঢাকার উদ্দেশে৷ প্রায় ৩২৫ কিলোমিটারের পথ পুরোটাই ওঁরা যাবেন সাইকেল চালিয়ে৷ সঙ্গে ৪ জন সহায়ক-কর্মীও থাকবেন৷ ওঁদের যাত্রাপথ হলো কলকাতা – হাবড়া – বেনাপোল – যশোর – মাগুরা – ফরিদপুর – মানিকগঞ্জ – ঢাকা৷ ওঁরা ঢাকায় পৌঁছাচ্ছেন ২০ তারিখ৷ পরের দিন অমর একুশে৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ওইদিন ওঁরা যাবেন সাভারের শহীদ স্মারকে শ্রদ্ধা জানাতে৷ ফুলে আর গানে শেষ হবে ওঁদের সাইকেল সফর৷

Indien Kalkutta Kolkata - Dhaka cycle rally 
কলকাতা প্রেস ক্লাবের সামনে যাত্রা শুরুর আগেছবি: DW/S. Bandopadhyay

গত ৬ বছরে এটা হান্ড্রেড মাইলসের পঞ্চম ঢাকা – কলকাতা সাইকেল সফর৷ শুরু হয়েছিল ২০১২ সালে৷ তারপর ২০১৫ সাল বাদ দিয়ে প্রায় প্রতি বছরই ওঁরা গেছেন?‌ ডয়চে ভেলে’র সঙ্গে ওঁদের প্রথম কথা হয় ২০১২ সালে৷ সেবার ওঁরা জানিয়েছিলেন, মানুষের কাছ থেকে এত ভালবাসা ওঁরা পেয়েছেন, যা অভাবনীয়৷ বিশেষ করে সীমান্তের ওপারে, বাংলাদেশে৷ সবাই কাগজে পড়েছেন, বা রেডিওতে শুনেছেন৷ সেই শুনেই মানুষ ভিড় করে এসেছেন রাস্তার ধারে৷ দীর্ঘ সময় ধৈর্য ধরে অপেক্ষায় থেকেছেন, কখন পড়শি দেশের সাইকেল সওয়ারিরা আসেন৷ তাঁদের হাতে ছিল পানীয় জল, চিঁড়ে, মুড়ি, গুড় জাতীয় শুকনো খাবার— যদি শ্রান্ত পথিকেরা ক্ষুধার্ত থাকেন৷ এমন ভালোবাসা বিশ্বের অন্য কোথাও মানুষের জন্যে সঞ্চিত থাকে কিনা জানা নেই, কিন্তু বাংলাদেশে আছে৷ ভালোবাসার সেই বন্ধনে জড়িয়ে পড়েছেন ওঁরা৷ যে কারণে বারবার ফিরে যাওয়া৷ গত কয়েক বছর ‘‌উদীচি’ নামের সংস্থাটি বাংলাদেশে ওঁদের সঙ্গী হয়েছিল৷ এবার বাংলাদেশ পর্যটন স্বেচ্ছায়, সাগ্রহে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত৷ আতিথেয়তার বন্দোবস্ত তারাই করছে৷ ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ স্মারকে শ্রদ্ধা জানানোর সময়েও তারাই থাকবে সঙ্গে৷

হান্ড্রেড মাইলস্-এর এই সাইকেল দলটির যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই স্বরজিৎ রায়ের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি যখন মোবাইল ফোনে কথা হলো, তখন ওঁরা সদ্য গিয়ে পৌঁছেছেন বেনাপোল সীমান্তে৷ পারাপারের আইনি কাজকর্ম সারছেন৷ যথারীতি খুশি এবং উত্তেজিত স্বরজিৎ৷ জানালেন, সেই রাতটা বেনাপোলেই কাটাবেন, বাংলাদেশ পর্যটনের আতিথ্যে৷ ১৭ সকাল থেকে আবার যাত্রা শুরু৷ গত ৬ বছরে ওঁদের অনেক বন্ধু হয়ে গেছে যশোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জে৷ তাঁদের সবার সঙ্গে আবার দেখা হবে, এই সম্ভাবনাতেই উত্তেজিত তাঁরা সবাই৷ আরও অনেক নতুন বন্ধ হবে, সেই সম্ভাবনাও ওঁদের চনমনে রাখছে৷

কলকাতা – ঢাকা এই সাইকেল যাত্রার নাম ওরা দিয়েছেন ‘‌ভাষাসূত্র’৷ অবশ্যই৷ ভাষাই তো একসূত্রে বেঁধে রেখেছে দুই বাংলার মানুষকে৷ এই সাইকেল সফর সেই সম্পর্কেরই উদযাপন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য