1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার মাঠে ইস্টবেঙ্গলকে ১০-৩ গোলে হারালো বায়ার্ন

১৭ নভেম্বর ২০১০

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক প্রদর্শনী ম্যাচে জার্মানির ‘বায়ার্ন অলস্টার্স’ কলকাতার ‘ইস্টবেঙ্গল অলস্টার্স’কে ১০-৩ গোলে হারালো৷ এর মধ্যে ৪টি গোল করলেন পাউলো স্যার্খিয়ো৷

https://p.dw.com/p/QB33
মাছে নামবেন আন্দ্রেয়াস ব্রেমেছবি: AP

আরও গোল হয়ত হতে পারতো৷ কিন্তু অতিথি হিসেবে বায়ার্নের বোধহয় কিছুটা চক্ষুলজ্জা হয়েছিল৷ এই ম্যাচ থেকে যে আয় হলো, তা কলকাতার পথশিশুদের কল্যাণে দান করা হবে৷

রাত ২টার সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছনো সত্ত্বেও উষ্ণ অভ্যর্থনা বায়ার্ন দলকে মুগ্ধ করেছে৷ বেশ কয়েক'শো ফ্যান ও সাংবাদিকদের উৎসাহ দেখে নিমেষের মধ্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের দীর্ঘ সফরের ক্লান্তি কেটে যায়৷ তবে জার্মানির শীত থেকে একলাফে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা তাদের জন্য মোটেই সহজ ছিল না৷

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পাউল ব্রাইটনার, আন্দ্রেয়াস ব্রেমে ও পাউলো স্যার্খিয়ো ও বাকিদের প্রায় ১০০ সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে হয়৷ দলে আরও রয়েছেন স্টেফান রয়টার, হান্স ফ্ল্যুগলার, রাইমন্ড আউমানের মত তারকা খেলোয়াড়৷

এ যেন বায়ার্নের ঘরে ফেরা৷ ২০০৮ সালের মে মাসে গোলকিপার অলিভার কান তাঁর পেশাদারী জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন কলকাতারই যুবভারতী ক্রীড়াঙ্গনে, প্রায় ১ লক্ষ ২০ হাজার দর্শকের সামনে৷ বায়ার্নের সেকেন্ড টিম ২০০৯ সালের জানুয়ারি মাসে ৯ দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছিল৷ তারও আগে ২০০৫ সালে বায়ার্নের ‘খুদে' টিম জিতে নিয়েছিল আইএফএ শিল্ড৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক