1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের ব্যবস্থাপনা নিয়ে এখনও চলছে চাপানউতোর

২৪ সেপ্টেম্বর ২০১০

কমনওয়েলথ গেমসের প্রস্তুতি নিয়ে দেশে-বিদেশে যে ছবি প্রচার হয়েছে, সেটা পাল্টাতে উদ্যত প্রধানমন্ত্রী৷ হাতে মাত্র ৯ দিন বাকি থাকলেও, কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেল আজ গেমস ভিলেজ নিয়ে কিছুটা সন্তোষ প্রকাশ করেন৷

https://p.dw.com/p/PLpF
গেমসের ব্যবস্থাপনা নিয়ে চরম অখুশি প্রধানমন্ত্রী মনমোহনছবি: Fotoagentur UNI

কমনওয়েলথ গেমসের অব্যবস্থার বিহিত করতে সব মহল থেকে প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং-এর হস্তক্ষেপের দাবি ওঠায়, শেষ পর্যন্ত মাঠে নেমে পুরো ব্যবস্থাপনার দিকে প্রতিদিন ব্যক্তিগতভাবে নজর রাখতে শুরু করেছেন তিনি৷ কেন এই অব্যবস্থা, আর এর জন্য যাঁরা দায়ী, তাঁদের জবাবদিহি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ ব্যাপারটা নিয়ে এতোটাই অখুশি প্রধানমন্ত্রী যে, ক্রীড়ামন্ত্রী এম.এস গিল এবং শহরাঞ্চল উন্নয়নমন্ত্র জয়পাল রেড্ডিকে এজন্য ধমক দিতেও ছাড়েননি তিনি৷ আজ শুক্রবার, ক্যাবিনেট কমিটির বৈঠকে ক্রীড়ামন্ত্রী গিল কমনওয়েলথ গেমসের সামগ্রিক পরিস্থিতির ওপর একটা প্রেজেন্টেশন দিতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘‘এটা প্রেজেন্টেশনের জায়গা নয়৷ তাই কথা না বলে কাজ করে দেখান৷ প্রধানমন্ত্রীর দপ্তরে ভারপ্রাপ্তমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান সংবাদ মাধ্যমকে বলেন, গেমস যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রধানমন্ত্রী চেষ্টার কোনরকম ত্রুটি রাখবেন না৷ প্রধানমন্ত্রী এবিষয়ে খুবই উদ্বিগ্ন৷ এবং সে জন্য সব রকম সহায়সম্পদ কাজে লাগাবার নির্দেশ দিয়েছেন তিনি৷

Commonwealth Games Dorf
গেমস চলার সময় খেলোয়াড়রা এই ভিলেজেই থাকবেনছবি: DW

এদিকে, এরই মধ্যে কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট মাইক ফেনেল আজ সকালে গেমসের সব কর্মকর্তাদের সঙ্গে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিলেজ দেখতে যান৷ ভিলেজ পরিদর্শনের পর তিনি বলেন, ‘‘উন্নতি হয়েছে, তবে বাকিটা শেষ করতে আয়োজকদের দৌঁড়োতে হবে সময়ের সাথে৷ গেমস ফেডারেশনের মুখ্য নির্বাহী মাইক হুপারও ভিলেজের উন্নতির কথা বলেছেন৷ এজন্য ফেনেল মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ও লে: গভর্ণর তেজেন্দ্র খান্নার চেষ্টার কথা উল্লেখ করেন৷ আজ ক্যাবিনেট সচিব কে. এম চন্দ্রশেখরের সঙ্গে ফেনেলের দেখা করার কথা৷ আয়োজকদের মতে, ভিলেজের ভেতরের ও বাইরের কাজ শেষ হয়েছে৷ আর প্রায় ১৫০০ অ্যাথলীট ইতিমধ্যেই চলে গেছেন ভিলেজে৷

অন্যদিকে, যেসব দেশ ভারতে আসা নিয়ে দোনামনা করছিল, তাদের অনেকেই এসে গেছে এবং অন্যরা আসার পথে৷ ইংল্যান্ড ও ওয়েলস-এর খেলোয়াড়দের প্রথম দলটি ইতিমধ্যেই এসে গেছেন৷ আগামী ২/১ দিনের মধ্যে আসছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ক্যানাডা৷ এছাড়া, ভিলেজ ও স্টেডিয়ামগুলির ভার আজ থেকে তুলে দেয়া হয়েছ নিরাপত্তা বাহিনীর হাতে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান