1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের আজ শেষ দিন

১৪ অক্টোবর ২০১০

ভারতের রাজধানী নতুনদিল্লি তথা উপমহাদেশে প্রথমবারের মতো আয়োজিত কমনওয়েলথ গেমস ৩ অক্টোবর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অসাধারণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল৷ আর আজই এই আসরের শেষ দিন৷

https://p.dw.com/p/Pdnq
ছবি: AP

সমাপনী দিনের অনুষ্ঠান সাজানো হয়েছে নানা রঙে৷ সমাপনী অনুষ্ঠানের সব টিকেট বিক্রিও শেষ৷ সাধারণ আসনে সাড়ে ৭'শ রুপি মূল্যের টিকেট বিক্রি হয়ে গেছে আগেই৷ আর ৪ হাজার, ২০ হাজার আর ৫০ হাজার রুপির মূল্যের শেষ টিকেটগুলো বিক্রি হয়ে যায় মঙ্গলবার মধ্যরাতে৷

গেমসের শুরুতে ছিল নানা অভিযোগ ছিল, ছিল অনুযোগ! কিন্তু পরে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সব কিছুর সফল পরিসমাপ্তি৷ ইতিমধ্যেই খেলোয়াড়রা বেশ সন্তুষ্ট গেমস ভিলেজের ব্যবস্থাপনা নিয়ে৷ বিশেষ করে ভারতীয় ঐতিহ্যবাহী খাবার! ১২ দিনব্যাপী এই আয়োজনে পরোটা, পেস্তা, পাঞ্জাবি ডিস, সবজি বিরানী সবকিছুই ছিল অংশগ্রহণকারীদের দৈনিক খাদ্য তালিকায়৷

গতকাল বুধবার পর্যন্ত অস্ট্রেলিয়া ৮১টি, ব্রিটেন ৭৭টি, স্বাগতিক ভারত ৬২টি৷ আরও তালিকা আছে৷ তবে এবারের আসরে বাংলাদেশের কপাল মন্দ৷ একটি মাত্র বৌঞ্জ পদক নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে বাংলাদেশ স্কোয়াডকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম