1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ-এর উদ্বোধন নিয়ে দিল্লী লন্ডন টাগ অব ওয়ার

২৮ সেপ্টেম্বর ২০১০

বিশ্ব মিডিয়ার, বিশেষ করে কমনওয়েলথ দেশগুলোর মিডিয়ার শ্যেনচক্ষু এখন কমনওয়েলথ গেমসের দিকে৷ এর মাঝে গেমসের উদ্বোধন নিয়ে লন্ডন দিল্লী নাটক শুরু হয়েছে৷ এই গেমসের আয়োজন করতে শেষ পর্যন্ত ভারত ল্যাজে গোবরে হবে কী?

https://p.dw.com/p/PO7h
গেমস ভিলেজে রাবিশের স্তুপছবি: picture alliance/dpa

রাষ্ট্রপতি প্রতিভা পাটিল নাকি রাণী এলিজাবেথ, কে কাটবেন ফিতে?

নিয়ম অনুযায়ী ব্রিটিশ রাণীরই কমনওয়েলথ গেমসের উদ্বোধন করার কথা৷ কিন্তু বিশেষ কারণে এবারের গেমসে রাণী এলিজাবেথ উপস্থিত থাকতে পারছেন না, অতএব প্রিন্স চার্লস থাকবেন তাঁর প্রতিনিধি হিসেবে৷ কিন্তু তারপরও ভারতের সরকারি মহল থেকে শোনা গেছে, রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের হাত দিয়েই নাকি গেমসের উদ্বোধন করানো হবে৷ অন্য আরেকদিক থেকে লন্ডনের রাজকীয় সূত্র বলছে, চার্লসও থাকবেন, প্রতিভাও থাকবেন৷ রাণীর ভাষণ পড়ে শোনাবেন চার্লস এবং তাঁর ভাষণের শেষ দিকেই গেমসের উদ্বোধনের ঘোষণাও করা হবে৷ তবে সেই অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ভারতের রাষ্ট্রপতি৷ সুতরাং কে যে শেষ পর্যন্ত কী করবেন, তার সবটা এখনও বেশ ধোঁয়াশাই বলা যায়৷

গেমস ভিলেজের কী উল্টোছবি !...

গেমস ভিলেজে সোমবার সম্পূর্ণ উল্টো ছবি৷ রোববার পর্যন্ত অস্ট্রেলিয়া, ক্যানাডা, স্কটল্যান্ড প্রভৃতি যেসব দেশ এতদিন গেমস ভিলেজ নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছিল, দেখা যাচ্ছে তারাই এখন গেমস ভিলেজ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ৷ স্কটল্যান্ডের প্রধান টিম ম্যানেজার জন ডেগ যেমন গতরাতে নতুন দিল্লীতে সাংবাদিকদের বলেছেন, ‘একমাত্র কোন মহান দেশ যা পারে তেমনই অসাধারণ আতিথেয়তা পাচ্ছি আমরা৷ অভাবনীয়৷'

জাতিসংঘে কূটনীতি আর মতামতের ডিগবাজি

ডিগবাজির কারণ জাতিসংঘের সাধারণ সম্মেলন৷ ভারতের পরাষ্ট্রমন্ত্রক তো এই গেমস নিয়ে ব্যাপকহারে ইতিবাচক প্রচার শুরু করেইছে, নিউ ইয়র্কে জাতিসংঘের চলতি অধিবেশনের সাইডলাইনে কমনওয়েলথ ভূক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মা৷ সেই বৈঠকে বলা হয়েছে, গেমস ভিলেজের আসলে অবস্থা যথেষ্ট ভালো৷ কিন্তু মিডিয়া বদনাম রটাচ্ছে৷ তাই সবাই মিলে রুখে দাঁড়াতে হবে৷ এর পরেই প্রশংসার বন্যা বইতে শুরু করে দিয়েছে এতদিনের নিন্দুকদের মুখে৷ যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকাও৷ ভিলেজে সাপ নিয়ে যারা রবিবার জোর চেঁচামেচি শুরু করে দিয়েছিল৷ সেই দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত মোজেস সাংবাদিকদের বলেছেন, ‘ভিলেজের দারুণ উন্নতি হয়েছে৷ আপনারা দেখে আসুন৷'

বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক স্তরে কূটনীতির চালটা ভালোই খেলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রক৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম