1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কভি’, ‘জয় হো’ টুর আর রোহিত রয়ের (অ)সাফল্য

২৯ এপ্রিল ২০১০

সাফল্য কার আসে, কিভাবে আসে, কখন আসে, কে বলতে পারে৷ কারো কারো আবার সাফল্য ছাড়াই দিব্যি কাজ চলে যায়৷

https://p.dw.com/p/N96S
অস্কার হাতে এ আর রহমান (ফাইল ফটো)ছবি: UNI

৩০ বছর বয়সী মার্কিন চিত্রপরিচালক গ্রেগ হেলভে সাত বছর আগে ভারতে এসেছিলেন বিবিসি'র হয়ে একটি তথ্যচিত্র করতে৷ সে সময় তিনি এক বছর ধরে ইঁটভাটায় গিয়ে সেখানকার শিশু শ্রমিকদের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন৷ সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছে তাঁর মাত্র ১৯ মিনিট দৈর্ঘ্যের ছবি ‘কভি', যা এবার ৬৩তম কান ফিল্ম ফেস্টিভালে দেখানো হচ্ছে৷ ‘কভি'-র উপজীব্য হল আধুনিক দাসপ্রথা৷ মাত্র সাত দিনের শুটিং-এ তোলা ছবিটি ইতিমধ্যেই স্টুডেন্ট এমি, ইউএসসি'র ফার্স্ট লুক, এ্যাস্পেন ইত্যাদি পুরষ্কার জিতে নিয়েছে৷ বেস্ট শর্ট ফিল্ম (লাইভ এ্যাকশন) বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল - হেরে যায় একটি ডেনিশ ছবির কাছে৷

‘জয় হো'

ভারতের সঙ্গীত পরিচালক এ আর রহমান একটি নয়, দু'টি অস্কার পেয়েছেন, সেই সঙ্গে একটি গোল্ডেন গ্লোব এবং দু'টি গ্র্যামি৷ কিন্তু এখন তিনি ভারত এবং হলিউডের মধ্যে ভারসাম্যের খোঁজে৷ ‘আশার', নিকোল শেরজিংগার, ডাইডো'র মতো শিল্পীদের সঙ্গে কাজ করছেন৷ এবার রহমান তাঁর ‘জয় হো' কনসার্ট নিয়ে মার্কিন মুলুকের ১৪টি শহর টুর করবেন৷ হাইটেক কনসার্ট, কিন্তু তা'তে ঐতিহ্য, প্রথা ইত্যাদির কোনো কমতি থাকবে না৷ রহমান নিজেই বলেছেন: এ তো আর বিয়ঁসে'র কনসার্ট নয়, এখানে মিউজিকই হবে আসল হিরো৷

না হলেও ক্ষতি নেই

ফিল্ম এবং টেলিভিশন স্টার রোহিত রয় কান, হলিউড থেকে বহু দূরে৷ তবুও, ‘স্বাভিমান' সিরিয়ালে ঋষভ মালহোত্রার ভূমিকায় তাঁর অভিনয় তাঁকে ভারতে অন্তত খ্যাতি এনে দিয়েছিল৷ কিন্তু তার পরের দশ বছরে তিনি একটিও ‘হিট' ছবি সৃষ্টি করতে পারেননি - বলেছেন রয় স্বয়ং৷ তিনি নিজেই নাকি আশ্চর্য্য হয়ে যান যে, তাঁকে এখনও ছবিতে কাজ করতে দেওয়া হয়৷ এই তো, যেমন করণ রজদানের ‘মিত্তল ভারসেস মিত্তল' কিংবা জগমোহন মুন্দ্রা'র ‘এ্যাপার্টমেন্ট'৷ তবে আরেক হিসেবে রোহিত রয়'কে ঠিক বিনয়ী বলা চলে না৷ ইম্যাজিন টিভি'র নতুন রিয়্যালিটি শো ‘দেশী গার্ল'-এর এ্যাঙ্কর হচ্ছেন রোহিত৷ ও' কাজটা তিনি নাকি আর সকলের চাইতে ভালো পারেন, ঐ এক অমিতাভ বচ্চন ছাড়া - বলেছেন রোহিত৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম