1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ সংরক্ষণ

১২ জুলাই ২০১৩

‘মোবাইল হিটিং' পদ্ধতির সাহায্যে উদ্বৃত্ত উত্তাপ কাজে লাগানো হচ্ছে শীতে সুইমিং পুল সহ ঘরবাড়ি গরম রাখতে৷ জার্মান এই প্রযুক্তির চাহিদাও বেড়ে চলেছে৷

https://p.dw.com/p/193qb
ছবি: DW/A. Fähnle

চাই সামান্য একটা পাইপ৷ শীতে ঘর গরম রাখতে যে হিট বা ‘উষ্ণতা' লাগে, এই পাইপ দিয়ে তা কন্টেনারে পাম্প করা যায়৷ তার ভিতরেও অনেক লবণ ভরা পাইপ৷ তার মধ্যে জমা রাখা হয় সেই উত্তাপ৷ ‘লাট্যার্ম' কোম্পানির এক ট্রাক চালক কন্টেনার বদলে অথবা নতুন একটি কন্টেনার এনে সেটি ট্রাকে করে এক সুইমিং পুলে নিয়ে যান৷ তার মধ্যে যেটুকু উত্তাপ ভরা আছে, তা দিন-দুয়েক চলে যাবে৷

এই উত্তাপের উৎস এক আবর্জনা কেন্দ্র৷ জঞ্জাল পুড়িয়ে যে গ্যাস পাওয়া যায়, তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়৷ কিন্তু উত্তাপ এতদিন কাজে লাগানো হতো না৷ এখন ‘লাট্যার্ম' কোম্পানি এসে ট্রাকে করে সেই উত্তাপ ভরে নিয়ে যায়৷ একেই বলে ‘মোবাইল হিটিং'৷ কোম্পানির প্রধান ভল্ফরাম পেশকো বলেন, ‘‘আসলে যেখানেই ভালো উত্তাপের উৎস রয়েছে, সেখানেই এটা করা সম্ভব৷ যেমন আবর্জনা পোড়ানোর প্লান্ট, বায়ো গ্যাস প্লান্ট, ইস্পাত বা অ্যালুমিনিয়ম কারখানা৷ অর্থাৎ এই সব জায়গায় ‘বাই প্রোডাক্ট' হিসেবে যে উত্তাপ রয়েছে, যা অন্য কাজে লাগানো যায়৷''

Wärmecontainer an der Tankstelle
উত্তাপ ভরা কন্টেনারছবি: DW

ডর্টমুন্ড শহরের একটি সুইমিং পুল এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি৷ তার জন্য বেশি কিছু লাগেনি৷ কন্টেনার ভরা ট্রাক রাখার জায়গা আর পুলের হিটিং সিস্টেমে বাইরে থেকে উত্তাপ ভরার ব্যবস্থা৷ তখন থেকেই পুলের পানি ৩০ ডিগ্রি গরম রাখতে কন্টেনারে ভরা উত্তাপ কাজে লাগানো হচ্ছে৷ পুলের কর্মী ডিয়র্ক শ্মেলটার বললেন, ‘‘আমরা যে হিটিং-এর খরচ বাঁচাচ্ছি, তা আর বলার অপেক্ষা রাখে না৷ এছাড়া পরিবেশেরও উপকার হচ্ছে৷ সাধারণ হিটিং-এর থেকে খরচও কিছুটা কম লাগে৷ যে বাড়িতে বেশি জ্বালানি লাগে, তার জন্য এটা ভালোই ব্যবস্থা৷''

শুধু ডর্টমুন্ড-এর সুইমিং পুল নয়, ‘লাট্যার্ম' কোম্পানি কিছু ইস্কুল ও হাসপাতালকেও তাদের এই অভিনব উদ্যোগে শামিল করতে পেরেছে৷ মোট ১২টি প্রতিষ্ঠান৷ বেশিরভাগ সরকারি হলেও বেসরকারি সংস্থারও আগ্রহ বাড়ছে৷ কোম্পানির প্রধান ভল্ফরাম পেশকো বলেন, ‘‘৫০ থেকে ১০০টি সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করে ও এই ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চায়, কথা বলতে চায়৷ আমাদের ছোট কোম্পানি, হাতের কাজ সারতেই আমরা ব্যস্ত৷ এত আগ্রহ আমরা সামলাতে পারছি না৷''

তবে আগ্রহ কমার লক্ষণ দেখা যাচ্ছে না৷ তেল ও গ্যাসের দাম বেড়েই চলেছে৷ লাট্যার্ম কোম্পানি তার গ্রাহকদের জন্য মাশুল-গ্যারেন্টি বেঁধে দেয়, যা বাজারদরের তুলনায় কম৷ ১০ বছরের চুক্তি ডর্টমুন্ডের সুইমিং পুলের জন্য লাভজনক হবেই৷

এসবি/ডিজি