1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান

২২ মে ২০১১

বোলার তানভীর আহমেদের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোটামুটি স্কোর দাঁড় করাতে পেরেছে পাকিস্তান৷ তবে পাকিস্তানি স্পিনারদের কারণে সেই ইনিংসই এখন অনেক বড় মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কাছে৷

https://p.dw.com/p/11L7O
পাকিস্তানী অধিনায়ক মিসবাহ উল হকছবি: AP

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ২৭২ রান সংগ্রহ করতে পেরেছে শেষ পর্যন্ত৷ কিন্তু সেটাই এক সময় প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল, কারণ ১৯৪ রানের মাথাতেই নবম উইকেট হারায় তারা৷ কিন্ত শেষ উইকেট জুটিতে ৭৮ রানের দুর্দান্ত জুটির কারণে পাকিস্তান মূলত খেলা ধরে রাখে৷ আর এর মূল কৃতিত্ব পেস বোলার তানভীর আহমেদের৷ শেষ ব্যাটসম্যান সাইদ আজমলকে সঙ্গে নিয়ে যেভাবে ব্যাটিং করেছেন তিনি তা সত্যিই মনে রাখার মত৷ ৯৬ বলে ৫৭ রান করে তানভীর আউট হওয়ার পর পাকিস্তানের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে৷ মোট ১০ টি বাউন্ডারি হাঁকান তানভীর৷ ক্যারিবীয় দলের রামপাল এবং বিশু তিনটি করে উইকেট নেন৷

জবাবে প্রথম ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ৷ কোন রান তোলার আগেই আউট হন ওপেনার সিমন্স৷ আর এখানেও কৃতিত্ব বোলার তানভীর আহমেদের৷ তবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে আটকে ফেলার কৃতিত্ব মূলত স্পিনারদের৷ পাকিস্তানি স্পিনারদের আটোসাটো বোলিং এর কারণে একের পর এক উইকেট পড়েছে ওয়েস্ট ইন্ডিজের৷ একমাত্র স্যামুয়েলস ছাড়া আর কোন ক্যারিবীয় ব্যাটসম্যান উইকেটে টিকে থাকতে পারেনি৷ ১২৪ বলে ৫৭ রান করে আউট হন তিনি৷ দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাড়িয়েছে আট উইকেটে ১৮৪ রান৷ পাকিস্তানি বোলারদের মধ্যে আবদুর রহমান, সাইদ আজমল এবং মোহাম্মদ হাফিজ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন৷

উল্লেখ্য, দুই টেস্টের সিরিজের প্রথমটি জিতে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান