1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াতারার ডাকা ধর্মঘটের প্রথম দিন সফল হলো না

২৮ ডিসেম্বর ২০১০

আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া আলাসানে ওয়াতারার ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন সফল হয়নি৷ এমনটাই খবর দিচ্ছে সংবাদ মাধ্যমগুলো৷

https://p.dw.com/p/zqXF
আলাসানে ওয়াতারাছবি: AP

তারা বলছে রাজধানী আবিদজানে ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি৷ কাজ হয়েছে দুটো সমুদ্র বন্দরেও৷ তবে দেশটির উত্তরে যেখানে বাগবোর চেয়ে ওয়াতারার সমর্থক বেশি সেখানে ধর্মঘট কিছুটা পালিত হয়েছে৷

কেন এমন হলো?

বার্তা সংস্থা রয়টার্স কর্মরত কয়েকজনের সঙ্গে কথা বলেছে৷ তারা বলছে আইভরি কোস্টের বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায়৷ তাই একদিন কাজ বন্ধ রাখতে বলা মানে হলো না খেয়ে থাকা৷ তবে ওয়াতারার এক মুখপাত্র বলছেন ধর্মঘট যে ডাকা হয়েছে সেটা মানুষ এখনো ঠিকমত জানতেই পারেনি৷ তিনি আশা করছেন দ্বিতীয় দিন থেকে ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন বাড়বে৷ উল্লেখ্য, গত সপ্তাহে ওয়াতারা জনগণকে সরকারের প্রতি ‘অবাধ্য' হতে বলেছিলেন৷ কিন্তু তাঁর সেই আহ্বানেও জনগণ তেমন সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স৷

তিন প্রেসিডেন্টের সফর

পশ্চিম আফ্রিকার তিন দেশের প্রেসিডেন্ট আজ আইভরি কোস্ট যাচ্ছেন৷ তাঁরা বাগবোকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানাবেন৷ কিন্তু তাঁদের এই চেষ্টায় কোনো ফল আসার তেমন সম্ভাবনা নেই বলেই ধারনা বিশেষজ্ঞদের৷ তবে ঐ তিন প্রেসিডেন্টকে স্বাগত জানাবে বাগবো সরকার৷ এমনটাই বলেছেন বাগবো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এমিলি গুইরিওলু৷ তিনি বলেন ভাই বা বন্ধু হিসেবে তারা কী বলতে চান সেটা সরকার শুনবে৷ এদিকে আইভরি কোস্টের সমস্যা নিরসনে আফ্রিকান ইউনিয়ন কেনিয়ার প্রেসিডেন্ট রায়লা ওদিঙ্গাকে দায়িত্ব দিয়েছে৷ এরপর বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে ওদিঙ্গা বলেন, তিনি আগে পশ্চিম আফ্রিকার ঐ তিন প্রেসিডেন্টের সফরে কী হয় সেটা দেখবেন৷ তারপর তিনি তাঁর করণীয় কী হবে সেটা ঠিক করবেন৷ উল্লেখ্য, আইভরি কোস্টের সমস্যা শুরু হওয়ার পর ওদিঙ্গাই প্রথম বাগবোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাব দিয়েছিলেন৷

বাগবো'র সাক্ষাৎকার

ফরাসি সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে বাগবো বলেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনটাই বলেছেন বাগবো৷ তিনি বলেন যদি তাঁকে হটাতে সামরিক শক্তি প্রয়োগ করা হয় তবে সেটা হবে ভয়ংকর৷ আর অপহরণ ও অবৈধভাবে মৃত্যুদন্ড দেয়ার যেসব অভিযোগ রয়েছে সেটা খতিয়ে দেখতে তিনি বিচারমন্ত্রীকে বলবেন বলে জানিয়েছেন বাগবো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম