1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ওমরান আমাদের ভাই হবে'

২৩ সেপ্টেম্বর ২০১৬

ওমরান হচ্ছে সিরিয়ার আলেপ্পো শহরের পাঁচ বছর বয়সি এক শিশু, যার রক্তমাখা ছবি অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল৷ তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ছয় বছরের ছেলে অ্যালেক্স শুধু সমবেদনায় আটকে না থেকে ওমরানকে কাছে পেতে চেয়েছে৷

https://p.dw.com/p/1K706
প্রিয় প্রেসিডেন্ট, ওমরানের কথা মনে আছে?
ছবি: picture-alliance/AA/M. Rslan

ওমরানকে তার কাঠে পৌঁছে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সে নিজ হাতে চিঠিও লিখেছে৷ প্রেসিডেন্ট ওবামা সেই চিঠিটি শুধু নিজে না পড়ে সারা বিশ্বের মানুশকে পড়ার সুযোগ করে দিয়েছেন৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সম্মেলনে অ্যালেক্সের কথা উল্লেখের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার চিঠিটি প্রকাশ করেছেন৷ অ্যালেক্স নিজে তার চিঠিটি পড়ছে এমন এক ভিডিও শেয়ার করেছে হোয়াইট হাউস৷

চিঠিতে অ্যালেক্স লিখেছে, ‘‘প্রিয় প্রেসিডেন্ট ওবামা, সিরিয়ায় অ্যাম্বুলেন্সে বসা সেই ছেলেটির কথা মনে আছে? আপনি কি তাকে আনতে যাবেন? আমার বাড়িতে নিয়ে আসবেন?....আমরা আপনাদের জন্য পতাকা, ফুল, বেলুন নিয়ে অপেক্ষায় থাকব৷ আমরা তাকে একটি পরিবার দেবো, আর সে আমাদের ভাই হবে৷''

আলেপ্পোতে এক বিমান হামলার পর একটি ভবন থেকে ওমরানকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে বসিয়ে রাখা হয়েছিল৷ মুখ ও শরীরে রক্ত ও ধুলা মাখা ওমরানের সেই ছবি প্রকাশের পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়৷

অ্যালেক্স তার চিঠিতে লিখেছে, ‘‘আমার ছোট বোন ক্যাথেরিন তার (ওমরান) জন্য প্রজাপতি আর জোনাকি ধরে নিয়ে আসবে৷ স্কুলে ওমর নামে আমার এক সিরীয় বন্ধু আছে৷ আমি তাকে ওমরের সঙ্গে পরিচয় করিয়ে দেবো৷ আমরা একসঙ্গে খেলব৷ জন্মদিনের অনুষ্ঠানে তাকে দাওয়াত দেবো৷ সে আমাদের অন্য একটি ভাষা শেখাবে৷ আমরাও তাকে ইংরেজি শেখাব৷ যেমন আমার জাপানের বন্ধুকে শিখিয়েছি৷...''

ছোট্ট অ্যালেক্সের এই আবেগঘন চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ সবাই অ্যালেক্সের প্রশংসা করছেন৷ বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী অ্যালেক্সের চিঠিটি শেয়ার করছেন৷ সুজন কবির লিখেছেন, ‘‘একমাত্র শিশুরাই বুঝি প্রকৃত মানুষ৷ শিশু মনে হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিষ্টান থাকে না৷ যেটুকু থাকে; নেহাত মানবিক মানুষ৷ নইলে প্রেসিডেন্ট ওবামাকে কেন হৃদয় ভাঙা এমন চিঠি লিখতে যাবে ছয় বছরের অ্যালেক্স?....আমি বলি মাত্র একটা দিনের জন্য শিশুরাই হোক বিশ্ব অধিপতি! শিশুসুলভ মানবিক মানুষে ভরে উঠুক সকল মহাদেশ; ইরাক, সিরিয়া, ফিলিস্তিন আর আফগান শিশুদের অপার্থিব হাসিতে আলোকিত হোক বিশ্ব!!!''

জসিম সুজন লিখেছেন, ‘‘বিবেক নড়ে উঠে যতবার পড়ি৷''

জেডএইচ/ডিজি (বিডিনিউজ, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান