1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামা-দলাই লামা বৈঠকের ঘোর বিরোধী চীন

৩ ফেব্রুয়ারি ২০১০

দলাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ওবামার বৈঠকের ঘোর বিরোধিতা করেছে চীন৷ ইতিমধ্যে তারা এই বৈঠক দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে জানিয়েছে৷

https://p.dw.com/p/Lq82
দলাই লামা (ফাইল ফটো)ছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিব্বতীদের ধর্মনেতা দলাই লামার সঙ্গে তাঁর বৈঠকের সিদ্ধান্তে অনড় রয়েছেন৷ যদিও চীন সরকার এই বৈঠক যাতে না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ইতিমধ্যেই চীন সরকার জানিয়েছে, এধরণের বৈঠক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত করবে৷

অবশ্য চীনের এহেন হুমকি খুব একটা আমলে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র৷ আর তাই হোয়াইট হাউস মুখপাত্র বিল বার্টন জানিয়েছেন, গত বছর চীন সফরের সময় প্রেসিডেন্ট ওবামা চীনা নেতাদের কাছে দলাই লামার সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছিলেন৷ এবং তিনি সেটা করতে আগ্রহী৷

বিল বার্টন বলেন, আমরা আশা করছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট পরিপক্ক৷ জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনীতি এবং পারমাণবিক অস্ত্রের প্রসার নিয়ন্ত্রণসহ যেসব ক্ষেত্রে আমাদের যৌথ উদ্বেগ রয়েছে, সেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি৷ একইসঙ্গে যেসব বিষয়ে আমাদের মতানৈক্য রয়েছে, সেসব বিষয়ে খোলামেলা এবং অকপটে আলোচনায়ও বসতে পারি৷

দলাই লামার সঙ্গে বারাক ওবামার বৈঠক ঠিক কবে হবে তা এখনো ঘোষণা করা হয়নি৷ তবে, এই মাসে দলাই লামার যুক্তরাষ্ট্র সফরের সময় দুই নেতা মিলিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

এই প্রসঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের ভাইস মিনিস্টার জু ওয়াইকুন জানান, মার্কিন নেতা যদি দলাই লামার সঙ্গে বৈঠকের জন্য এই সময় বেছে নেন, তাহলে তা দুই দেশের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে৷

ইতিমধ্যে অবশ্য তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে ফাটল ধরেছে৷ চীন জানিয়েছে, যেসব মার্কিন প্রতিষ্ঠান তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করবে, সেসব প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা৷ আর ওবামা-দলাই লামা বৈঠক বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের মধ্যকার উত্তেজনা আরো বাড়াবে৷

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এই দুই ইস্যু ছাড়াও বাণিজ্য এবং মুদ্রা নিয়ে দ্বন্দ্ব, সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেট নিয়ন্ত্রণে চীনা আগ্রাসন আর চীনে ভিন্নমতাবলম্বীদের কারাদন্ড প্রদান নিয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে টানাপোড়েন চলছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী