1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামা আসুন চাইছে না দক্ষিণ আফ্রিকার পুলিশ

৭ মে ২০১০

ওবামা কী দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল দেখতে যাবেন? প্রশ্নের উত্তর পঞ্চাশ পঞ্চাশ৷ কিন্তু, দক্ষিণ আফ্রিকার পুলিশ চাইছে, প্রথম রাউন্ডেই হেরে যাক অ্যামেরিকা৷ তাহলে আর ঝামেলা পোহাতে হবে না৷

https://p.dw.com/p/NIju
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট কোন দেশে যাওয়া মানে তাঁর নিরাপত্তা নিয়ে যে বিপুল উত্তেজনার সৃষ্টি হয়, সেটাকে এড়াতেই চাইছে জোহানেসবার্গের পুলিশ৷ এমনিতেই আসন্ন ফুটবল বিশ্বকাপের ঝামেলায় তাদের কাজ অনেক বেড়ে গেছে৷ নিরাপত্তা তো আছেই, আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখতে হবে৷ তা না হলে গোটা দুনিয়ার সামনে নাক কাটা যাবে দেশের৷ তার ওপর হাই প্রোফাইল নেতাদের আসা যাওয়া৷ তাঁদের নিরাপত্তার জন্য ভিভিআইপি ব্যবস্থা৷ এসব তো আছেই৷

এই পরিস্থিতিতে তাই মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ আফ্রিকায় আসাটা এড়িয়ে যেতে পারলে মন্দ হতো না৷ কেপটাউনে শুক্রবার তেমনই মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার পুলিশ কমিশনার ভেকি সেলে৷ সেদেশের সংবাদসংস্থা ‘সাপা'-কে উদ্ধৃত করে জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানাচ্ছে এই তথ্য৷ ভেকি নাকি সংসদীয় কমিটির বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা বিষয়ক একটি উঁচু পর্যায়ের বৈঠকে বলেছেন, এখনও পর্যন্ত যা খবর, তাতে ওবামার আসা বা না আসাটা পুরো পঞ্চাশ পঞ্চাশ৷ মানে, তিনি আসতেও পারেন নাও পারেন৷ কিন্তু তাঁর স্বদেশ অ্যামেরিকার জাতীয় দল যদি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্বে উঠে পড়ে, তাহলে তো দলকে সমর্থন যোগাতে আর মনোবল বাড়াতে ওবামা দক্ষিণ আফ্রিকায় অবশ্যই আসবেন৷ পুলিশ কমিশনার ভেকি বলেছেন, পুলিশ তাই কায়মনোবাক্যে প্রার্থনা করছে, প্রাথমিক রাউন্ডেই হেরে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাক অ্যামেরিকা৷ তাহলে আর কোন ঝক্বি পোহাতে হবে না পুলিশকে৷

তবে, শেষের কথাটা মজা করেই বলেছেন পুলিশ কমিশনার৷ সেইসঙ্গে একটা হিসেবও দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে, মোট ৪৩টি দেশের রাষ্ট্রনেতারা আসবেন এই বিশ্বকাপে৷ গোটা দুনিয়া থেকে দুই থেকে তিন লক্ষ দর্শক, ফ্যান এরাও আসবে৷ ভেকি বলছেন, এঁদের সকলের দেখভাল, নিরাপত্তা এসবই তো পুলিশের কর্তব্য৷ তাহলে আর ওবামা এলে সমস্যা কী? ভেকি জনান, ওই ৪৩ জন রাষ্ট্রনেতার জন্য যে পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে, একা ওবামার জন্য সতর্কতা তার চেয়েও বেশি৷

সুতরাং, প্রশ্ন হল, কোনটা জরুরি? ওবামা নাকি ফুটবল? ব্যাপারটা ঠিক করুক অ্যামেরিকান ফুটবল দলই৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক