1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার ভারত সফর জুড়ে থাকছেন মহাত্মা গান্ধী

২৮ অক্টোবর ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নভেম্বরের ছয় তারিখে ভারত পৌঁছাচ্ছেন৷ ওবামা বিশ্বে অহিংসার বাণী প্রচারক, ভারতের স্বাধীনতা আন্দেলনের পথিকৃৎ মহাত্মা গান্ধীর প্রতি গভীরভাবে অনুরক্ত৷

https://p.dw.com/p/Pqzw
মহাত্মা গান্ধীছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট নাকি সেনেটর হিসেবে তাঁর অফিসে সবসময় মহাত্মা গান্ধীর একটি বাঁধানো ছবি টাঙিয়ে রাখতেন৷ এবারের তিন দিনের এই ভারত সফর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদেশে তাঁর সবচেয়ে দীর্ঘ সফর হতে যাচ্ছে৷ এর আগে ওবামা বিদেশে এত দীর্ঘ সফর কখনো করেননি। জানা গেছে, ভারত সফরের সময় মার্কিন ফার্ষ্ট লেডি মিশেল ওবামাও তাঁকে সঙ্গ দেবেন৷

এদিকে হোয়াইট হাউসের বরাতে জানা গেছে, ভারত সফরকালে ওবামা মুম্বাইয়ের গান্ধী যাদুঘরটি পরিদর্শন করবেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভারত সফরের অনেক আগে থেকেই নাকি প্রেসিডেন্ট বারাক ওবামা মহাত্মা গান্ধীর জীবন ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে আসছেন৷

Barack Obama - South Carolina Sieg
প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: picture-alliance/ dpa

কর্মকর্তাটি জানিয়েছেন, এটি নিশ্চিৎ যে, ভারতে পৌঁছেও তিনি গান্ধীর জীবন ও কর্ম সম্পর্কে আরো অনেক কিছুই জানতে চাইবেন৷ তিনি আরো জানিয়েছেন, ওবামা মহাত্মা গান্ধী'র একজন অনুরক্ত৷ একসময় মহাত্মা গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারের আন্দোলনকে প্রভাবিত করেছিলেন, এই বিষয়টি নাকি মার্কিন প্রেসিডেন্টকে রীতিমত বিস্মিত করে তোলে৷

ভারতে নেমে মার্কিন প্রেসিডেন্ট মুম্বাইয়ের ঐতিহাসিক হোটেল তাজ-এ থাকবেন বলেই জানা গেছে৷ উল্লেখ্য, এই তাজ হোটেলেই ২০০৮ এর নভেম্বরের ২৬ তারিখে লস্কর-ই-তৈয়বা'র সেই নৃশংস জঙ্গি হামলাটি ঘটেছিল৷ এই নৃশংস সহিংসতা'র প্রতি কড়া জবাব আর নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ওবামা তাজে থাকবেন৷ উল্লেখ্য, সে হামলায় ৬ মার্কিন নাগরিকের মৃত্যু ঘটেছিল৷

৭ তারিখে দিল্লি যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট মুম্বাইয়ে তাঁর প্রিয় বিষয় ‘মহাত্মা' সন্ধানের পাশাপাশি গণতন্ত্র, সন্ত্রাসবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, বিশ্ব অর্থনীতি, সহ বিভিন্ন বিষয়ে আলোচনা, গোলটেবিল বৈঠক এবং মতবিনিময় করবেন বলেই জানা গেছে৷

উল্লেখ্য, ভারত সফরের প্রথমদিন, ৬ নভেম্বর তাঁর মুম্বাই অবস্থানকালে ইন্দো-মার্কিন শিল্পপতিদের এক যৌথ বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে ওবামার। সফরের শেষ দিন, অর্থাৎ ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে একটি বৈঠকে মিলিত হবেন তিনি৷ ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট তাঁর নির্ধারিত ইন্দোনেশিয়া সফরের উদ্দেশ্যে ভারত থেকে রওনা হওয়ার কথা৷

জানা গেছে, ভারত সফরে মার্কিন ফার্ষ্ট লেডি মিশেল ওবামা নাকি আগ্রার বিখ্যাত তাজমহল পরিদর্শনের আকাঙ্খা প্রকাশ করেছিলেন৷ কিন্তু প্রেসিডেন্টের ৩ দিনের নানান কর্মযজ্ঞ ঠাসা কর্মসূচিতে সময় সঙ্কুলান না হওয়ায় শেষপর্যন্ত প্রেমের স্মারক বিশ্বের অনন্য এই সমাধি-স্থাপত্য দর্শনের ইচ্ছেটি এ'যাত্রা তাঁর অধরাই রয়ে যাবে৷ অবশ্য এর পরিবর্তে দিল্লিতে অবস্থিত বাদশাহ হুমায়ুনের সমাধি দেখার সুযোগ ঘটবে তাঁর৷ ওবামা দম্পতির সেখানে যাওয়ার কথা রয়েছে৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক