1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ওপেন ডে’-তে মসজিদে

৭ অক্টোবর ২০১৩

জার্মান সমাজে মুসলিমদের সংখ্যা যথেষ্ট হলেও তাদের ভাবমূর্তি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই৷ মসজিদে ‘ওপেন ডে’-র মাধ্যমে সংলাপের পথ খুলে দিচ্ছে কেন্দ্রীয় ইসলামি পরিষদ৷

https://p.dw.com/p/19u9t
Die türkisch-stämmige baden-württembergische Integrationsministerin Bilkay Öney (SPD) gestikuliert am Montag (03.10.2011) bei einem Besuch der Yavuz Sultan Selim Moschee in Mannheim im Rahmen des Tages der offenen Moschee. Der Tag der offenen Moschee wird seit 1997 jedes Jahr am 3. Oktober veranstaltet. Bundesweit öffnen weit mehr als 500 Moscheen ihre Türen. Foto: Marijan Murat dpa/lsw +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

৩রা অক্টোবর জার্মানির জাতীয় দিবস, ছুটির দিন৷ ১৯৯০ সালে দুই জার্মানির পুনরেকত্রীকরণ ঘটেছিল এই দিনে৷ জার্মানির কেন্দ্রীয় ইসলামি পরিষদ এই দিনেই গোটা দেশের মসজিদে ‘ওপেন ডে' পালন করে সমাজের মূল স্রোতের সঙ্গে সংলাপ বাড়ানোর উদ্যোগ নিয়ে আসছে৷ ১৯৯৭ সাল থেকে এই অভিনব কর্মসূচি শুরু হয়৷ চলতি বছর প্রায় ১,০০০ মসজিদ তাতে অংশ নিয়েছে৷

মসজিদের দেয়ালের পেছনে কী ঘটে, তা নিয়ে অনেকের মনে কৌতূহল রয়েছে৷ রয়েছে এমন অনেক ধারণা, যার সপক্ষে কোনো যুক্তি নেই৷ ৩রা অক্টোবর সেই কৌতূহল মেটানোর সুযোগ নিতে পারেন যে কোনো মানুষ৷ মসজিদ ঘুরে দেখা থেকে শুরু করে আলোচনাসভার বক্তাদের কথা শোনা তো রয়েছেই৷ চা-কফি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবার-দাবারও চেখে দেখার সুযোগ রয়েছে৷ ইসলাম ধর্ম সম্পর্কে যে কোনো প্রশ্নও করা যেতে পারে৷

জুতো খুলে মসজিদে প্রবেশ করার অভিজ্ঞতা অনেকের কাছেই নতুন৷ যদিও মোলায়েম কার্পেটে পা রেখে আরাম পেয়েছেন অনেকেই৷ তাদের স্বাগত জানানো হয়েছে আপেলের চা দিয়ে৷ তাতে চিনি বেশি হতে পারে, কিন্তু নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় মানেই তো নতুন অভিজ্ঞতা৷

২০১৩ সালে মসজিদের ‘ওপেন ডে'-র মূলমন্ত্র ছিল পরিবেশ সংরক্ষণ৷ মসজিদে ওজু করার সময় পানির অপচয় বন্ধ থেকে শুরু করে মসজিদের জ্বালানির চাহিদা মেটাতে সৌরশক্তির ব্যবহারের মতো ‘গ্রিন' বিষয় স্থান পেয়েছিল এবার৷ নর্থরাইন ভেস্টফালিয়া রাজ্যের ইন্টিগ্রেশন মন্ত্রী গুন্টরাম শ্নাইডার এই প্রসঙ্গে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সব ধর্মীয় সম্প্রদায়ের দায়িত্বের উল্লেখ করেন৷

কেন্দ্রীয় ইসলামি পরিষদের সভাপতি আইমান মাসিয়েক বলেন, পবিত্র কোরানে স্পষ্ট বলা আছে যে পৃথিবীর সম্পদ মানুষ ব্যবহার করতে পারে ঠিকই, কিন্তু তার শোষণের অধিকার মানুষের নেই৷ ‘ওপেন ডে'-র দিনে যাঁরা মসজিদে আসেন, তাঁদের মধ্যে প্রায় ৮০ শতাংশই মুসলিম নয়, বলেন মাসিয়েক৷

এসবি/ডিজি (ডিপিএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য