‘এ নির্বাচন ১৬ কোটি মানুষের স্বার্থ নিয়ে বেইমানি' | পাঠক ভাবনা | DW | 08.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এ নির্বাচন ১৬ কোটি মানুষের স্বার্থ নিয়ে বেইমানি'

বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন এবং নির্বাচন নিয়ে ডিডাব্লিউ-র বিভিন্ন প্রতিবেদন পড়ে ফেসবুকে তাঁদের মন্তব্য লিখেছেন অনেক শ্রোতাবন্ধু৷ তারই কয়েকটা তুলে ধরা হলো৷

মো. কামরুল ইসলাম আসিফ লিখেছেন, ‘‘আমার দেখা বাংলাদেশের নির্বাচনের মধ্যে এটি একটি স্মরণকালের কৌতুক৷ তাই নির্বাচনের ফলাফল দেখা থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে৷''

রোশান জামির তানভির লিখেছেন, ‘‘পাঁচ বছরের মধ্যে পদত্যাগ করুন, নইলে গণআন্দোলনের মুখে আপনাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে – আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল অথবা বিএনপি নেতাদের কাছ থেকে এমন একটি আল্টিমেটাম শোনার জন্য জাতি আগ্রহভরে অপেক্ষা করছে৷''

Bangladesch Parlamentswahlen

বিএনপি অংশ না নেয়ায় নির্বাচনে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে আওয়ামী লীগ

অন্তহীন অপেক্ষা ছদ্মনামে এক বন্ধু লিখেছেন, ‘‘সাধারণ মানুষ এই নির্বাচন গ্রহণ করেনি৷ তারা গ্রহণ করলে, তবে তো বর্জনের কথা আসবে৷ এটা নির্বাচন না, এটা হলো গ্রামের মাতব্বরদের মতো জোর করে গরিব মানুষের হক নষ্ট করার মতো বাংলার ষোল কোটি মানুষের স্বার্থ নিয়ে বেইমানি৷''

মেহদি হাসান লিখেছেন, ‘‘জনগোষ্ঠীর একটা বড় অংশের সমর্থন আর আনুগত্য না থাকলে সরকার চালানো যায় না৷ এটাই বাস্তবতা৷ জোরাজুরি করে গদি ক'দিনই বা টেকানো যাবে বলেন? মানুষ যদি অতিষ্ঠ হয়ে ওঠে তবে এইসব....নেতাদের জানাজা পড়ার লোকও পাওয়া যাবে না৷ ১৯৭৫ মানুষ ভুলে যায় নাই৷''

নাজমুল আহসান মুসলিমি লিখেছেন, ‘‘দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন৷ এ নির্বাচন না হলে দেশ সাংবিধানিক সংকটে পড়তো৷ তাই এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল কিনা, তা বিবেচ্য বিষয় নয়৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, তা নির্ভর করছে বিএনপির উপর৷ বিএনপি যত দ্রুত সরকারি দলের সাথে একাদশ সংসদ নির্বাচন সংক্রান্ত ইতিবাচক আলোচনা শেষ করবে, দেশে তত দ্রুত একাদশ সংসদ নির্বাচন হবে৷''

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন