1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এয়ার রাইফেলে ভারতের প্রথম সোনা

৬ অক্টোবর ২০১০

কমনওয়েলথ গেমসে প্রথম সোনা নিশ্চিত করল আয়োজক দেশ ভারত৷ ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় জিতে ভারতীয় জুটি অভিনব বিন্দ্রা এবং গগন নারাং প্রথম সোনার মেডেল নিশ্চিত করলেন দেশের জন্যে৷

https://p.dw.com/p/PWD9
কমনওয়েলথ গেমসে তালকাটরা স্টেডিয়ামছবি: AP

২০০৬ সালেও এই জুটি মেলবোর্নে সোনার মেডেল জেতেন৷ ১১৯৩ পয়েন্ট অর্জন করে নতুন দিল্লিতে গেমসের রেকর্ড ভাঙেন৷ ইংল্যান্ডের জেমস হাকল এবং কেনি পার ১১৭৪ পয়েন্ট পেয়ে রুপা জেতেন এবং ১১৭৩ পয়েন্ট পেয়ে বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে৷ মহিলাদের ২৫ মিটার পিস্তল চালনায় নতুন রেকর্ড গড়ে, আনিসা সাঈদ এবং রাহি সার্নোবাট জুটি দেশের জন্যে দ্বিতীয় সোনা ঘরে তোলেন৷ তাঁরা অর্জন করেন ১১৫৬ পয়েন্ট৷ ২০০২ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার গড়া রেকর্ড ভাঙেন তাঁরা৷ ১১৪৬ পয়েন্ট পেয়ে রুপা জেতেন অস্ট্রেলিয়ান জুটি ললিতা এবং লিন্ডা৷ ১১২২ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছে ইংল্যান্ড দলের জুটি জুলিয়া লিন্ডাল এবং গর্গস গেইকি৷

এদিকে দেশের জন্যে প্রথম সোনা জেতা অভিনব বিন্দ্রা বলেন, এর মধ্যে দিয়ে ভালোভাবে শুরু করলাম আমরা এবং আশা করি আগামী দিনগুলোতে আমরা আরো অনেক মেডেল পাবো৷ ইংল্যান্ডের পার বলেন, আমি ৫৮৫ পয়েন্ট পেয়েছি৷ তবে আমার সর্বোচ্চ পয়েন্ট ৫৯৫, তাই আমি কিছুটা মনক্ষুন্ন৷ তিনি বলেন, তবে রুপা জেতাও ভালো৷

পুরুষদের ৫০ মিটার পিস্তল চালনায় সিঙ্গাপুরের সুই হন লিম এবং বিন গাই জুটি ১০৯৪ পয়েন্ট পেয়ে সোনা অর্জন করেছেন৷ এই প্রতিযোগিতায় ভারতের ওমকার সিং এবং দীপক শর্মা ১০৮৭ পয়েন্ট পেয়ে রুপা জেতেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়