1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ্যাটলেটিকো মাদ্রিদ ইউরোপা কাপ জিতল

১৩ মে ২০১০

ফুলহ্যামের বিরুদ্ধে, ২-১ গোলে, এক্সট্রা টাইমে৷ তা’ও দিয়েগো ফোরলান’এর গোলে, যেটা ইংল্যান্ডবাসীদের সবচেয়ে কষ্ট দেবে৷ ম্যানচেস্টারে খেলার সময় ফোরলানের নাম দেওয়া হয়েছিল ’ফোরলর্ন’, মানে হতভাগ্য৷

https://p.dw.com/p/NMZs
ছবি: AP

ফাইনাল খেলাটা ছিল জার্মানির হামবুর্গে৷ এ্যাটলেটিকো'র হয়ে দু'টি গোলই করল উরুগুয়ের যে খেলোয়াড়টি, তার দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের প্রায় প্রতিটি দেশে স্বীকৃতির কোনো অভাব নেই৷ কিন্তু ইংল্যান্ডে সেই দিয়েগো ফোরলান এককালে ম্যানচেস্টার ইউনাইটেড'এর হয়ে খেলেছিল এবং বিশেষ সুবিধা করতে পারেনি৷ একবার সে আট মাস ধরে কোনো গোল পায়নি, তাই তার নাম হয়েছিল দিয়েগো ফোরলর্ন, মানে হতভাগা দিয়েগো৷

২০০৪ সালে ম্যানচেস্টার ছাড়ার পর ফোরলান প্রথমে ভিলারিয়াল এবং পরে এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছে৷ আজ তার গড় হল প্রায় প্রত্যেক দু'টি করে খেলায় একটি করে গোল৷ ২০০৯ সালে সে ইউরোপের সেরা স্কোরার হিসেবে ‘গোল্ডেন শু' পুরষ্কার পেয়েছে৷ এবার ইউরোপা কাপের সেমিফাইনালে লিভারপুলের বিরুদ্ধে তার দু'টি গোল, এবং ফাইনালেও তাই, এবং দু'বারই ইংলিশ ক্লাবগুলোর বিরুদ্ধে৷ এই হল ‘হতভাগা' দিয়েগোর জবাব৷

রোনাল্ডিনিও বাদ

ওদিকে ব্রাজিলিয়ান মানেই ফুটবল পাগল, এমনকি ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এর চালক ফেলিপে মাসা'ও৷ ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা বিশ্বকাপের জন্য যাদের দলে নেননি, তাদের কথা ভেবে একটি বেতার সাক্ষাৎকারে মাথা গরম করে বসে আছে মাসা৷ দুঙ্গা নাকি শুধু আস্থার ভিত্তিতে প্লেয়ারদের নেন, তাদের প্রতিভার ভিত্তিতে নয়৷ নয়তো মিলান'এর রোনাল্ডিনিও, এবং সান্টোস'এর নেইমার এবং পাওলো হেনরিক গানসো'র মতো উঠতি তারকারা বাদ পড়তে পারে কি করে?

লোয়েভের বাছাই-ছাঁটাই

জার্মানির কোচ ইওয়াখিম লোয়েভ গত সপ্তাহে ২৭ জন প্লেয়ারের একটি প্রাথমিক দলের নামকরণ করেন, অর্থাৎ তাঁকে শেষমেষ চারজনকে ছাঁটাই করতে হবে৷ ওদিকে শনিবার জার্মান কাপের ফাইনাল বলে জাতীয় দলে মনোনীত বায়ার্ন মিউনিখের সাতজন প্লেয়ার এবং ভের্ডার ব্রেমেনের চারজন প্লেয়ার অনুপস্থিত৷ কাজেই লোয়েভকে বৃহস্পতিবার মাল্টা'র বিরুদ্ধে ফ্রেন্ডলিতে নামতে হচ্ছে তাদের ছাড়াই৷ সেই সঙ্গে ক্যাপ্টেন মিশায়েল বালাক আবার চেলসি'র এফএ কাপের ফাইনাল আছে বলে অনুপস্থিত৷ তাই এবার লোয়েভ ছোকরা এবং খুচরো প্লেয়ারদের ধার ও দম পরীক্ষা করার সুযোগ পাবেন - যেমন বায়ার লেভারকুজেনের স্টেফান কিসলিং অথবা কোলোনবাসীদের প্রিয় লুকাস পোডোলস্কি স্বয়ং৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম