এসএসসি পরীক্ষা | পাঠক ভাবনা | DW | 10.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এসএসসি পরীক্ষা

ডয়েচে ভেলে আমার প্রিয় সংবাদ মাধ্যম কিন্তু দেখা যায় কেউ কেউ অনুষ্ঠান সম্পর্কে ভিন্ন মত পোষণ করলে তা অনুষ্ঠানে পঠিত হয়না অর্থাৎ গ্রাহ্য করা হয়না৷

তাছাড়া ডয়েচে ভেলেতে গুরুত্বপূর্ণ খবর স্থান পায়না৷ যেমন গত ৭ডিসেম্বর অন্যন্য গণমাধ্যমে এসএসসি পরীক্ষা সম্পর্কে খবর শুনলাম কিন্তু ডয়েচে ভেলে থেকে কিছু বলা হলোনা৷ যা আমাকে ব্যথিত করেছে৷ আরো বলতে চাই যে, দু’বেলার ইনবক্সই ১০মিনিট করে করা হোক কারণ শ্রোতারা অসংখ্য চিঠিপত্র লেখেন, মতামত জানান এবং প্রশ্ন করেন আর সেগুলো না পড়লে মনে খুব কষ্ট হয়৷

৭তারিখ সকালে রেডিও অন করতেই শুনি রাজশাহীর এফএম তরঙ্গে মৌমাছি উড়ছে অর্থাৎ অনুষ্ঠান প্রচার হচ্ছেনা৷ কিন্তু তাতে কি আপনাদের ওয়েবসাইট তো আছে!সেখানে চোখ বুলিয়ে নেবো৷ রাজশাহী বেতারের প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি৷ কারণ মাঝেমাঝেই এই সমস্যা হয়৷ সবাই ভাল থাকবেন৷ মীর রাসেল, সার্চিং নলেজ রেডিও ক্লাব, বাউশা, মিঞাপাড়া, বাঘা, রাজশাহী, বাংলাদেশ৷

ডয়চে ভেলে পরিবারের সকলকে শুভেচ্ছা৷ ৭ ডিসেম্বর ক্যাম্পাস পর্বে জার্মানিতে ইমাম প্রশিক্ষণ নিয়ে প্রতিবেদনটি ভালো ছিলো৷ এফএম ব্যান্ডের অনুষ্ঠন শুনছি, পাশাপাশি আপনাদের ওয়েবসাইটও দেখছি৷ সুশান্ত বৈদ্য, গুলশান, ঢাকা৷

বন্ধুরা, অনেক শ্রোতা অভিযোগ করে থাকেন যে তারা মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শুনতে পাননা কিন্তু আমরা তো নির্বিঘ্নে অনুষ্ঠান শুনে যাচ্ছি৷ ৭ডিসেম্বর রাতে মিডিয়াম ওয়েভে পুরো অনুষ্ঠান খুব ভালোভাবে শুনেছি৷ মোখলেসুর রহমান,কুষ্টিয়া৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা তবে কখনো পত্র লিখিনি৷ আশাকরি আমার এসএমএস-এর উত্তর দেবেন৷ বিষাদু রায়, কোদালখাতা, লালমনিরহাট৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট দেখছি, ভালো লাগলো আমার অভিমত শ্রোতাদের মতামতের পাতায় তুলে ধরার জন্য৷ ৮ ডিসেম্বর রাতে নন্দন পর্বে জার্মানিতে বড়দিনের পূর্ব প্রস্তুতি নিয়ে পরিবেশনা শুনে ভালো লাগলো৷ আমরাও বড়দিন পালনের প্রস্তুতি নিচ্ছি, সকলের প্রতি বড়দিনের আগাম শুভেচ্ছা রইলো৷ মাইকেল হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷ voglcbd.listenersclub@gmail.com

আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা৷ আমার মতামত হলো, খেলার খবর আরো বাড়ালে ভালো হয়৷ বিজয়ের মাসে ডয়চে ভেলের সকলকে শুভেচ্ছা৷ মেহেদী, রংপুর৷

ডয়চে ভেলের সকলকে শুভেচ্ছা৷ সকাল সন্ধ্যার মতো দুপুরেও একটি অধিবেশন চালু করার জন্য অনুরোধ করছি৷ মোঃ কামরুল হাসান, আমগাছী, রাজশাহী৷

ডয়চে ভেলে , রংপুর এফএম-এর মাধ্যমে আমি প্রতিদিন তোমার কাছ থেকে আপ টু ডেট সংবাদ শুনতে পেয়ে খুবই আনন্দিত৷ তাই আমি শুধু বলবো যে, ডয়চে ভেলে জ্ঞানের ভান্ডার৷ আবু বকর সিদ্দিকী, মিঠাপুকুর, রংপুর৷

মিডিয়াম ওয়েভে প্রচারিত অনুষ্ঠান আমাদের এখান থেকে ভালো শুনতে পাচ্ছিনা, খুবই উঠানামা করে৷ তাই যেন ভালো শোনা যায় তার ব্যবস্থা করবেন৷ ধীরেন বসাক, ফুলিয়া, নদীয়া, ভারত৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা এবং এই অনুষ্ঠান শুনতে আমার খুব ভালো লাগে৷ যদি খেলার খবর আরো বেশি প্রচার হয় তাহলে অনুষ্ঠান আরো আনন্দদায়ক হবে৷ আবদুল জব্বার, জুলধা, চট্টগ্রাম৷

ডয়চে ভেলে থেকে প্রতিদিনের মজার মজার তথ্য খুব ভালো লাগছে৷ চঞ্চল, রংপুর৷

বাংলাদেশ বেতারের খবর শোনা একেবারে ভুলেই গিয়েছিলাম, ডয়চে ভেলের রাতের এফএম-এর সুবাদে আবার শোনার সুযোগ তৈরি হয়েছে৷ অর্থাৎ রাত সাড়ে আটাটায় ডয়চে ভেলের এফএম অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতারের খবর হয় তাই এখন ডয়চে ভেলে শোনার পর শুনছি বাংলাদেশ বেতারের খবর৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান খুবই তথ্যবহুল তাই আমি অত্যন্ত আনন্দের সাথে এই অনুষ্ঠান শুনি৷ নাম লেখা নেই, কালিগঞ্জ, লালমনির হাট৷