1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসইসি এবং ডিএসইকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে

৮ এপ্রিল ২০১১

তদন্ত রিপোর্টে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধি রাজনৈতিক নেতা এবং বিশ্লেষকরা৷ তাঁরা বলেন, এবারো যদি শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার না হয় তাহলে আবার এহেন দুঃখজনক ঘটনা ঘটবে৷

https://p.dw.com/p/10pvs
ছবি: DW

তদন্ত রিপোর্টে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধি রাজনৈতিক নেতা এবং বিশ্লেষকরা৷ তাঁরা বলেন, এবারো যদি শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার না হয় তাহলে আবার এহেন দুঃখজনক ঘটনা ঘটবে৷

১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের বিচার হয়নি এখনও৷ তাই এবারের কেলেঙ্কারির পর, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, তদন্ত রিপোর্ট জনসম্মূখে প্রকাশ করা হবে৷ কিন্তু গতকাল তদন্ত রিপোর্ট পাওয়ার পর তিনি জানান, জড়িতদের নাম বাদ দিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে৷

তবে অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তত্ত্বাবধায়ক সরকারে সাবেক অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসালাম৷ তিনি বলেন, তদন্তে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যাঁদের নাম এসেছে, তাঁদের নাম প্রকাশ করতে কোনো বাধা থাকা উচিত নয়৷ আর তাঁদের নাম প্রকাশ করলেই তাঁদের অপরাধী বলা হলনা৷ তাঁদের বিচারের আওয়াতায় আনতে হবে আইনী প্রক্রিয়ায়৷ তবে জড়িতদের বিচারের আওতায় আনা না গেলে, এই কেলেঙ্কারি আবারো ঘটবে৷

তিনি বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই'কে রাজনীতির উর্ধ্বে রাখা না গেলে, শেয়ার বাজার পরিস্থিতির উন্নতি হবে না৷ তবে এটি আইন করে সম্ভব নয়৷ প্রয়োজন মানসিকতার পরিবর্তন৷

এদিকে আজ ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি নেতা হান্নান শাহ বলেছেন, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক৷ তিনি বলেন, ক্ষমতাসীন দলের রাঘব বোয়ালরা এর সঙ্গে জড়িত বলেই অর্থমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন৷

আর তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ আজ বলেন, শেয়ার বাজার নিয়ে আরো বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন৷ তাহলে আরো অনেক কাহিনী জানা যাবে৷ তাঁরা অল্প সময়ে একটি ধারনা পেয়েছেন বলে জানান তিনি৷ তাই তাঁর কথয়, সেই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা তদন্ত হওয়া প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ