1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয় চলচ্চিত্র পুরস্কারে চীন, দক্ষিণ কোরিয়ার আধিপত্য

২৩ মার্চ ২০১০

হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড উৎসবে বিশেষ সম্মাননা পেয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন৷ এবারের উৎসবে জয়ের তালিকায় স্থান পেয়েছে ভিন্ন ধারার কিছু চলচ্চিত্র৷

https://p.dw.com/p/MZmA
বিশেষ সম্মাননা পেলেন অমিতাভছবি: picture alliance / dpa

এবারকার এশিয় চলচ্চিত্র উৎসবের পুরস্কারের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে চীন এবং দক্ষিণ কোরিয়া৷ সেরা ছবির পুরস্কার জয় করেছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘মাদার'৷ ছবিটির কাহিনী এক মাকে নিয়ে, যিনি কিনা মানসিক প্রতিবন্ধী সন্তানকে নির্দোষ প্রমাণ করতে এক তরুণীকে হত্যার তদন্ত নিজের কাঁধে তুলে নেন৷ পুরস্কার গ্রহণের পর ছবিটির নির্মাতা মুন ইয়ুং-কুন জানান, ছবিটির নির্মাণকাজ বেশ জটিল ছিল৷ তিনি বলেন, ‘মাদার'-এর কাহিনী আমার হৃদয় স্পর্শ করে৷ আর তাই এটি তৈরির সিদ্ধান্ত নেই আমি৷

কুন আরো বলেন, আমাদের প্রত্যেকেরই মা আছেন৷ ছবিটিতে মায়ের প্রতি সন্তানের টান এবং সন্তানের প্রতি মায়ের টান কি হতে পারে তা তুলে ধরা হয়েছে৷

‘মাদার'-এ মায়ের ভূমিকায় অভিনয় করে এশিয় চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর খেতাবটি জিতেছেন কিম হায়-জা৷

উল্লেখ্য, মাদার কিন্তু গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যাল এর আনুষ্ঠানিক মনোনয়নের তালিকাতেও স্থান করে নিয়েছিল৷ তবে কোন পদক জয় সম্ভব হয়নি সেখান থেকে৷

উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন চীনের লু চুয়ান, ছবির নাম ‘সিটি অফ লাইফ এন্ড ডেথ'৷ ১৯৩৭ সালে নানজিং-এ জাপানী সেনাদের হাতে নিহত হন বেশ কয়েক হাজার চীনা বেসামরিক নাগরিক৷ এই ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি৷

Ausländische Kinofilme in China
চীনা ছায়াছবি এগিয়ে যাচ্ছেছবি: AP

লু জানান, ছবিটি নির্মাণের সময় সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে ভুগিয়েছে তা হলো মৃত্যুভয়৷ তিনি বলেন, কেন যেন মনে হচ্ছিল আমি মারা যাবো৷ আর তাই ছবিটি নির্মাণের সময় আমাকে শিখতে হয়েছিল কিভাবে মৃত্যুকে জয় করা যায়৷

এবার সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন চীনের ওয়াং জিউকি, ছবির নাম ‘বডিগার্ডস এন্ড অ্যাসাসিনস'৷ বিংশ শতাব্দীর শুরুর দিকে চীনের জনক বলে পরিচিত সান ইয়াৎ-সেনের বিপ্লবী আন্দোলনকে অর্থ সাহায্য দিয়েছিলেন এক ব্যবসায়ী৷ সেই কাহিনীকেকেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি৷

এছাড়া, ভারতের চলচ্চিত্র জগত তথা বলিউডের ‘বিগ বি' অমিতাভ বচ্চন তাঁর সারা জীবনের কাজের জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা৷ এই সম্মাননার পর বিগ বি জানান, দ্রুত বিভক্ত হয়ে যাওয়া পৃথিবীতে, চলচ্চিত্র হচ্ছে একটি মাধ্যম যা আমাদেরকে ভালোবাসা, বন্ধুত্ব আর সহযোগিতা দিয়ে একসঙ্গে বেঁধে রেখেছে৷

প্রসঙ্গত, এবারকার এশিয় চলচ্চিত্র উৎসবের ১৪টি বিভাগে মোট ৩৭ টি ছবি প্রতিযোগিতায় অংশ নেয়৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক