1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ায় লাল ফিতার দৌরাত্ম সবচেয়ে বেশি ভারতে

৫ জুন ২০১০

লাল ফিতার দৌরাত্মে এশিয়ায় সবচেয়ে এগিয়ে ভারত৷ সাম্প্রতিক এক জরিপে পাওয়া গেছে এই তথ্য৷ হংকং ভিত্তিক পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিস্ক কনসাল্টেন্সি বা পিইআরসি জরিপটি পরিচালনা করে৷

https://p.dw.com/p/Nicf
পরিচয়পত্র থাকলেই যে কাজ হবে তা নয়ছবি: AP

আমলারাই ভারতে মূল ক্ষমতার অধিকারী, বলে মন্তব্য করা হয়েছে পিইআরসি'র ঐ জরিপে৷ যাতে অংশ নেন মধ্য ও উচ্চ পর্যায়ের ১,৩৭৩ জন প্রবাসী কর্মকর্তা৷ দেখা যায়, সেখানে রাজনীতিবিদরা সবসময়ই আমলাতন্ত্রের সংস্কারের কথা বলে থাকেন৷ কিন্তু আদতে কিছুই করতে পারেননি তাঁরা, বলেছে পিইআরসি৷ সংস্থাটির মতে, শুধু বিদেশী বিনিয়োগকারীই নয়, ভারতের আমলাতন্ত্রের সঙ্গে অভিজ্ঞতা যেকোন ভারতীয়'র জন্যই অনেক বেশি হতাশার৷

এই জরিপে ভারতের পরে ইন্দোনেশিয়ার অবস্থান৷ পিইআরসি বলছে যে, আমলাদের কারণেই সেখানে গত মাসে পদত্যাগ করতে হয়েছে সর্বজন শ্রদ্ধেয় অর্থমন্ত্রী শ্রী মুলায়ানি ইন্দ্রবতীকে৷ প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়ুধোইয়োনো নির্বাচনের আগে আমলাতন্ত্র সংস্কারের কথা বললেও তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন, বলে মন্তব্য করা হয়েছে জরিপে৷

বছরের শুরুর দিকে এশিয়ার ১২টি দেশের উপর এই জরিপ করা হয়৷ সিঙ্গাপুর আর হং কং এতে শীর্ষস্হান দখল করে৷ অর্থাৎ দেশ দুটিতে লাল ফিতার দৌরাত্ম সবচেয়ে কম৷ শুধু এশিয়া নয়, বিশ্ব জরিপেও সিঙ্গাপুরের অবস্থান এক নম্বরে৷ বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক হিসেব থেকে জানা গেছে তা৷ বিশ্বব্যাংকের ঐ জরিপে হং কং-এর অবস্থান তিন নম্বরে৷

এবার আবারো পিইআরসি'র জরিপের কথায় ফিরে আসি৷ ঐ জরিপে ভারত আর ইন্দোনেশিয়ার পরের দেশগুলো হলো ক্রমান্বয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড৷

পিইআরসি বলছে, ভারত ও চীনে লাল ফিতার দৌরাত্ম একই রকম হলেও রাজনৈতিক ব্যবস্থার কারণে চীনের চেয়ে ভারতে বিনিয়োগকারীদের সমস্যায় পড়তে হয় বেশি৷

আমলাতন্ত্রের সমস্যা দূর করতে ফিলিপাইনের সরকারও সচেষ্ট৷ কিন্তু সেখানেও এখনো সফলতা আসেনি বলে জরিপ প্রতিবেদনে বলা হয়েছে৷

প্রতিবেদন : জাহিদুল হক
সম্পাদনা : দেবারতি গুহ