1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লি অটো এক্সপো ২০১৬

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৫ ফেব্রুয়ারি ২০১৬

মহা সমারোহে শুরু হলো দিল্লি অটো এক্সপো ২০১৬৷ ভারতের বাজার ধরতে দেশ-বিদেশের নামজাদা মোটর গাড়ি সংস্থাগুলি নিয়ে এসেছে নতুন নতুন গাড়ির চোখ ধাঁধানো ৯০টি মডেল৷ জার্মান কোম্পানিগুলি যথারীতি তাদের বনেদিয়ানা বজায় রেখেছে৷

https://p.dw.com/p/1HqEl
Indien Autosalon
ছবি: DW/A. Chatterjee

পাঁচ দিনব্যাপী এয়োদশ দিল্লি অটো এক্সপো ২০১৬ এখন জমজমাট৷ ভারতে মোটর গাড়ির বাজার প্রতি বছর যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে ভাগ বসাতে দেশি-বিদেশি মোটর গাড়ি সংস্থাগুলির মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই৷ বিদেশের নামি-দামি কোম্পানিগুলির সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে টাটা, মারুতি সুজুকির মতো ভারতীয় অটো কোম্পানিগুলি৷ প্রচলিত ধারণা, ভারত ছোট গাড়ির বাজার৷ কিন্তু এবারের প্রদর্শনীতে সে ধারণাটা পাল্টে গেছে৷ সবার নজর এখন এসইউভি, যাকে বলে ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল'-এর দিকে৷ সেই চাহিদার কথা মাথায় রেখে ভারতের বৃহত্তম মোটর গাড়ি কোম্পানি মারুতি-সুজুকি এনেছে ভিতারা ব্রেজা এসইউভি৷

জার্মান গাড়ির বিশ্ব ভাবমূর্তি বজায় রেখে মার্সিডিজ বেঞ্জের আছে দু'টি মডেলের এসইউভি – জিএলসি ও এস-ক্লাস ক্যাব্রিওলে৷ অউডি এনেছে বিলাসবহুল আর৮ ভি১০, ভারতীয় মুদ্রায় যার দাম পড়বে প্রায় আড়াই কোটি টাকা৷ এই মডেলটির আবরণ উন্মোচন করেন ক্রিকেটার বিরাট কোহলি৷ বিএমডাব্লিউ-র ভাঁড়ার থেকে আনা হয়েছে নজরকাড়া নতুন মডেলের সেভেন সিরিজের গাড়ি আই-৮, যার আবরণ উন্মোচন করেন কিংবদন্তি ক্রিকেটার বিএমডাব্লিউ-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর শচীন টেন্ডুলকার৷ ফোকসভাগেন এনেছে একান্তভাবে ভারতীয় ক্রেতাদের জন্য অ্যামিও এবং টিগুয়ান কম্পপ্যাক্ট কার৷ দূষণ বিতর্ককে পেছনে রেখে ফোকসভাগেনের সব মডেলই পরিবেশ-বান্ধব –এমনটাই দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে৷

Indien Autosalon
মার্সিডিজ বেঞ্জের নতুন গাড়িছবি: DW/A. Chatterjee

জাপানের হন্ডা এনেছে বড় গাড়ি বিআর-ভি, এসেছে ডাটসুন, নিসান, টয়োটার নতুন মডেল৷ প্রতিটি মডেলেই যেন চোখ আটকে যায়, যেমন সুন্দর গড়ন, তেমন সুন্দর রং, তেমন আরামদায়ক বৈশিষ্ট্য৷ প্রদর্শনী মঞ্চে আছে টাটা কোম্পানির অভিজাত দামি গাড়ি জাগুয়ার, যার দাম শুরু ৪০ লাখ টাকা থেকে৷ আরো আছে শেভ্রলের এসেন্সিয়া, দক্ষিণ কোরিয়ার একেবারে আনকোরা টাকসন – এমন অনেক নতুন মডেলের গাড়ি, যা এ বছরেই ভারতের বাজারে আসবে৷ এছাড়া আগামী দিনে যেসব মডেলের গাড়ি আনা হবে, বেশ কিছু কোম্পানি সেই সব ‘কনসেপ্ট' গাড়ির নমুনাও তুলে ধরেছে এই অটো এক্সপো ২০১৬-তে

‘মেক ইন ইন্ডিয়া' কর্মসূচিতে অনেক বিদেশি অটো কোম্পানি ভারতেই তাদের গাড়ি তৈরির ওপর জোর দিচ্ছে৷ এ কথা সংবাদমাধ্যমকে বলেছেন সিয়াম-এর এক শীর্ষ কর্তা৷ তিনি জানান, এবারের প্রদর্শনীতে যোগ দিয়েছে অটো শিল্পের প্রায় ১৬০০ প্রদর্শক৷

এই প্রথম অটো-শোর দু'টি ভাগ৷ একটি মোটর গাড়ির, অন্যটি মোটর গাড়ির যন্ত্রাংশের৷ তবে শুধু মোটর গাড়িই নয়, রয়েছে মোটরবাইকও৷ তরুণ প্রজন্মের মাথা ঘুরিয়ে দেবার মতো আমদানি করা একেবারে অভিনব মডেলের মোটরবাইক, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় দু'কোটি টাকা৷ এছাড়াও রয়েছে স্কুটার, ফর্মুলা রেসিং কার আর ভিন্টেজ গাড়ির প্যাভেলিয়ন৷ অটো এক্সপোর যৌথ উদ্যোক্তা হলো ‘সোসাইটি অফ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স', সংক্ষেপে সিয়াম এবং ‘অটো কম্পোনেন্ট ম্যানফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন', সংক্ষেপে অ্যাকমা এবং ভারতীয় শিল্প মহাসংঘ৷

Indien Autosalon
শুধু গাড়ি নয়, রয়েছে মোটরবাইকওছবি: DW/A. Chatterjee

প্রতিদিন দর্শক, ক্রেতা, ডিলারদের ভিড় উপচে পড়ছে এই মোটর গাড়ি শো-তে৷ চলেছে ভারতীয় ‘ডিলারশিপ' পাবার জন্য দফায় দফায় বৈঠক৷ এভাবেই ভারত হবে বিশ্বের বৃহত্তম অটো বাজার, বলেন অ্যাকমার এক শীর্ষ কর্মকর্তা৷ পাশাপাশি প্রদর্শনীর জৌলুস বাড়াতে বলিউড চিত্রতারকাদের আনাগোনা বাড়ছে৷ তাঁদের জন্য রয়েছে আলাদা বলিউড প্যাভেলিয়ন৷ সিয়াম-এর আরেক কর্তাব্যক্তির কথায়, ‘‘বলিউড ও গাড়ির প্রতি ভারতীয়দের আকর্ষণ দুর্বার৷ এই দুই বিন্দুকে জুড়তে চেয়েছি আমরা৷ তাই বলিউডের সিনেমায় ব্যবহৃত বিখ্যাত সব গাড়ির কিছু নমুনাও রাখা হয়েছে এখানে৷''

আপনি কি গেছেন অটো এক্সপোতে? জানান আপনার অভিজ্ঞতা, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য